ছোট্ট দেশলাই বাক্সেই ৭৮ জন বীর বিপ্লবী! প্রাথমিক শিক্ষক যা করলেন... 'ট্যালেন্ট' দেখে মুগ্ধ সকলে

Last Updated:

স্বাধীনতা দিবসের আগে দুর্দান্ত হাতের কাজে তাক লাগালেন স্কুল শিক্ষক শুভদীপ ঘোষ

+
স্কুল

স্কুল শিক্ষকের হাতের কাজ অনেককে মুগ্ধ করেছে

মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দঃ ছোট্ট একটা দেশলাই বাক্স। তার উপর জাতীয় পতাকার রং। এর মাঝেই ফুটিয়ে তোলা হয়েছে ভারতের স্বাধীনতা সংগ্রামের মোট ৭৮ জন বীর বিপ্লবীর প্রতিকৃতি। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এই কাজ করেছেন স্কুল শিক্ষক শুভদীপ ঘোষ। তাঁর এই ভাবনা অবাক করেছে সকলকে। স্বাধীনতা দিবসের আগে এমন এক অভিনব শিল্পকর্মে মুগ্ধ সংগ্রামের জেলা মেদিনীপুরের মানুষ। সামান্য এক দেশলাই বাক্সে এতজন বীর বিপ্লবীর প্রতিকৃতি নজর কেড়েছে প্রত্যেকের, বিভিন্ন জায়গায় মিলেছে স্বীকৃতি।
২০০ বছরের পরাধীনতার গ্লানি থেকে ভারতবর্ষকে মুক্তি দিতে এগিয়ে এসেছিলেন এই বাংলার তরুণ-তরুণীরা। সশস্ত্র আন্দোলন থেকে অসহযোগ, দিকে দিকে গর্জে উঠেছিলেন বীরেরা। ভারতবর্ষের স্বাধীনতা লাভের পর দেখতে দেখতে কেটে গিয়েছে সাত দশকের বেশি সময়। আসন্ন স্বাধীনতা দিবসের প্রাক্কালে কাগজের দেশলাই বাক্সের উপর ৭৮ জন মহান বীর বিপ্লবীর প্রতিকৃতি ফুটিয়ে তুলে তাক লাগালেন এক স্কুল শিক্ষক। নতুন কিছু করার ভাবনা নিয়ে স্বাধীনতা দিবসের আগে এই কাজ করেছেন তিনি।
advertisement
আরও পড়ুনঃ একটি ঘরেই পড়ুয়াদের গাদাগাদি, চলছে চারটি শ্রেণির ক্লাস! ‘আজব’ পরিস্থিতি রাজ্যের এই বিদ্যালয়ে
চলতি বছরের ১৫ আগস্ট ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপিত হবে। তার আগে বাংলার ৭৮ জন স্বাধীনতা সংগ্রামীকে কুর্নিশ জানিয়ে একটি দেশলাই বাক্সের উপর তাঁদের প্রতিকৃতি আঁকলেন শুভদীপবাবু। মেদিনীপুর শহরের ধর্মাতে এই শিক্ষকের বাড়ি। মা, বাবা ও স্ত্রীয়ের সঙ্গে থাকেন তিনি।
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুরের ঝাটিয়াড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শুভদীপ। ছোট থেকেই আঁকা শিখেছেন, আঁকতে ভালোবাসেন তিনি। এবার একটি দেশলাই বাক্সের উপর ৭৮ জন স্বাধীনতা সংগ্রামীর প্রতিকৃতি এঁকে তাক লাগালেন। প্রত্যেকটি ছবির দৈর্ঘ্য ৬-৭ মিলিমিটার। একই দিনে টানা কয়েক ঘণ্টার প্রচেষ্টায় সামান্য দেশলাই বাক্সের উপর জাতীয় পতাকা তৈরি করেছেন। তার মাঝে ফুটিয়ে তুলেছেন অসামান্য শিল্পকলা। স্কুলে পড়ানোর পাশাপাশি অবসর সময়ে শিক্ষকের এই প্রচেষ্টায় মুগ্ধ জেলার মানুষজন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখ্য, শিক্ষকতার পাশাপাশি শুভদীপবাবু স্কুলেও বিভিন্ন ধরনের ছবি এঁকেছেন, তাঁর বাড়িতে জ্বলজ্বল করছে ভিন্ন ভিন্ন চিত্র। ছোট থেকেই আঁকার নেশা। সেই নেশাতেই এবার দেশলাই বাক্সের উপর ভারতের স্বাধীনতা সংগ্রামীদের প্রতিকৃতি আঁকলেন। এই ছবিতে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, নেতাজি সুভাষচন্দ্র বোস, প্রফুল্ল চন্দ্র, মৃগেন দত্ত সহ বাংলার মোট ৭৮ জন বিপ্লবী রয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ছোট্ট দেশলাই বাক্সেই ৭৮ জন বীর বিপ্লবী! প্রাথমিক শিক্ষক যা করলেন... 'ট্যালেন্ট' দেখে মুগ্ধ সকলে
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement