Burdwan: ঘুড়ির পিছনে ছুটতে ছুটতে রেল লাইনে কিশোর, ঘটল মর্মান্তিক পরিণতি 

Last Updated:

মৃত ওই ছাত্রের নাম রাজগুরু চট্টোপাধ্যায় (১৪)। বর্ধমান শহরের অরবিন্দ পল্লির বাসিন্দা রাজগুরু।

বর্ধমানে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরের।
বর্ধমানে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল কিশোরের।
#বর্ধমান: আকাশে কাটা ঘুড়ি। সে দিকে তাকিয়ে ছুটছে কিশোর। ঘুড়িটি করায়ত্ব করাই তখন তার একমাত্র লক্ষ্য। কিন্তু তার জেরে ঘটে গেল মর্মান্তিক পরিণতি। ঘুড়ির পিছনে ছুটতে ছুটতে কখন যে সে রেল লাইনের উপর চলে এসেছে তা খেয়াল করেনি ওই কিশোর। দ্রুতগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হল কিশোরের। বর্ধমানে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে শোকে বাকরুদ্ধ পরিবার।
মৃত ওই ছাত্রের নাম রাজগুরু চট্টোপাধ্যায় (১৪)। বর্ধমান শহরের অরবিন্দ পল্লির বাসিন্দা রাজগুরু। সে বর্ধমান টাউন স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। ঘটনায় শোকস্তব্ধ তার সহপাঠীরা।
advertisement
রাজগুরুর বাবা জয়ন্ত চট্টোপাধ্যায় জানান, মঙ্গলবার দুপুরে স্কুল থেকে ফেরার পর খাওয় দাওয়া সেরে বাড়িতেই ছিল রাজগুরু। সে সময় এক বন্ধু খেলার জন্য ডেকে নিয়ে যায়। ওই বন্ধুর সঙ্গেই বেরিয়ে যায় রাজগুরু। তারপর আর বাড়ি ফেরেনি। খোঁজ করতে গিয়ে তার মর্মান্তিক পরিণতির কথা জানতে পারেন জয়ন্তবাবু।
advertisement
তিনি বলেন, সন্ধ্যায় টিউশন পড়তে যাওয়ার কথা ছিল। ও বাড়িতে না ফেরায় খুঁজতে বের হই। তখনই এক পরিচিত মারফত জানতে পারি ছেলে রেলে কাটা পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিকালে কালনা গেট বাঁকা ব্রিজের কাছে খেলতে গিয়েছিল রাজগুরু। খেলার সময় একটি ঘুড়ি উড়ে আসতে দেখে সে। খেলা ছেড়ে ঘুড়িটিকে ধরতে গিয়ে রেল লাইনের উপর চলে গিয়েছিল সে। তখনই দুরন্ত গতিতে আসা একটি ট্রেন তাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় রাজগুরুর। পরে জিআরপি তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্য়াল কলেজের পুলিশ মর্গে পাঠায়। একমাত্র ছেলের মৃত্যু সংবাদে শোকে বিহ্বল গোটা পরিবার। খেলতে বেরিয়ে যে ছেলে চিরদিনের মতো হারিয়ে যাবে ভাবতে পারছেন না বাবা-মা। ওই স্কুল ছাত্রের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Burdwan: ঘুড়ির পিছনে ছুটতে ছুটতে রেল লাইনে কিশোর, ঘটল মর্মান্তিক পরিণতি 
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement