Purba Bardhaman: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে অসুস্থ সবাই, মৃত্য়ু হল দু' জনের! পূর্বস্থলীতে চাঞ্চল্য়
- Published by:Debamoy Ghosh
- Reported by:Saradindu Ghosh
Last Updated:
পর পর দুই শ্রমিকের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে কংসারি গ্রামে।
#বর্ধমান: ভিন রাজ্যে কাজে গিয়ে অসুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তাঁরা। তাঁদের মধ্যে মৃত্যু হল দু' জনের। অসুস্থ হয়েছেন রয়েছেন আরও কয়েকজন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে। অসুস্থতার কারণ জানতে গ্রামে গিয়েছে মেডিক্য়াল টিম। গ্রামের পরিস্থিতির উপরে নজর রাখা হয়েছে বলে জানিয়েছে ব্লক স্বাস্থ্য দফতর।
মৃত ও অসুস্থরা পূর্বস্থলী ১ ব্লকের বগপুর পঞ্চায়েতের কংসারিপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গ্রাম থেকে ১৪ জন শ্রমিক অন্ধ্র প্রদেশে ধান রোয়ার কাজে গিয়েছিলেন। সেখানে তাঁদের অনেকেই পেটের অসুখে আক্রান্ত হন। নানান উপসর্গ নিয়ে দু' জনকে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। অসুস্থতা বাড়তে থাকায় সম্প্রতি পরিযায়ী শ্রমিকেরা বাড়ি ফিরে আসেন।
advertisement
advertisement
দিন পাঁচেক আগে পেটের সমস্যার উপসর্গ নিয়ে সুকুমার মাজি ভর্তি হন কালনা মহকুমা হাসপাতালে। তাঁর অবস্থার অবনতি হওয়ায় বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। হাসপাতালের পথেই মৃত্যু হয় পরিযায়ী শ্রমিকের। একই উপসর্গ নিয়ে মঙ্গলবার ভোরে খোকন মাজি নামে আরও একজনের মৃত্যু হয় উলুবেড়িয়া হাসপাতালে।
advertisement
পর পর দুই শ্রমিকের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে কংসারি গ্রামে। ভিন রাজ্য থেকে ফেরা বাকি শ্রমিকদের শারীরিক পরিস্থিতি দেখতে গ্রামে যান পূর্বস্থলী ১ ব্লকের বিএমওএইচ নওমান শেখ ও স্বাস্থ্য দফতরের একটি দল। শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করে তাঁদের কিছু ওষুধ দেন তাঁরা। এলাকায় পৌঁছয় নাদনঘাট থানার পুলিশও। যদিও চিকিৎসকরা জানান, খাবারের সমস্যা থেকে অসুস্থ হয়েছেন সবাই। বাড়িতে এসেও কয়েকজনের পেট ব্যথা ও বমি কমছিল না।
advertisement
রবিবার সকালে সুকুমার মাজি নামে একজনের অবস্থা খারাপ হতে থাকায় পরিবারের লোকেরা কালনা হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে সন্ধ্যায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্ধমান নিয়ে যাওয়ার পথে রাতে তাঁর মৃত্যু হয়। এ দিকে সোমবার সন্ধ্যায় খোকন মাজি নামে আরও একজনের অবস্থার অবনতি হয়। তাঁকে উলুরেড়িয়া হাসপাতালে ভর্তি করলে রাতেই তাঁরও মৃত্যু হয়।
advertisement
পূর্বস্থলী (১)-এর বিএমওএইচ মহম্মদ নওমান শেখ বলেন, 'সবাই বাইরে থেকে অসুস্থ হয়ে গ্রামে ফিরেছেন। আশা কর্মীদের কাছ থেকে খবর পেয়ে মেডিক্য়াল টিম নিয়ে গ্রামে গিয়েছিলাম। বাকিদের স্বাস্থ্যের বিষয়ে খোঁজ খবর নিয়েছি। কিছু ওষুধ দেওয়া হয়েছে। আশা কর্মীরা সব সময় তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন। খাবারের বিষক্রিয়ার জন্যই এমন হয়েছে বলে মনে করা হচ্ছে।'
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
January 11, 2023 6:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman: ভিন রাজ্যে কাজ করতে গিয়ে অসুস্থ সবাই, মৃত্য়ু হল দু' জনের! পূর্বস্থলীতে চাঞ্চল্য়