পাকা বাড়ি থাকা সত্ত্বেও অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? এবার মিলবে 'কড়া' শাস্তি

Last Updated:

নিয়মের বাইরে কারও নাম রয়েছে কিনা, সে ব্যাপারে নজরদারি অব্যাহত রাখতে বলা হয়েছে ব্লকগুলিকে।

তৃণমূল কাউন্সিলরকে নোটিস বর্ধমান পুরসভার৷
তৃণমূল কাউন্সিলরকে নোটিস বর্ধমান পুরসভার৷
#বর্ধমান: পাকা বাড়ির মালিকেরা আবাস যোজনায় টাকা পেলে তাঁদের তা ফেরত দিতে হবে। সেই টাকা ফেরত না দিলে থানায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে এফআইআর করতে পারবেন বিডিওরা। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে ব্লকগুলিকে সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়া হল। আবাস তালিকা যথাযথ কিনা তা ইতিমধ্যেই খতিয়ে দেখা সম্পূর্ণ হয়েছে। তারপরেও বেশ কিছু অযোগ্য ব্যক্তির নাম তালিকায়  থাকতে পারে বলে মনে করছে জেলা প্রশাসন। তালিকা তৈরির কাজ সম্পূর্ণ হলেও নিয়মের বাইরে কারো নাম ঢুকে রয়েছে কিনা, সে ব্যাপারে নজরদারি অব্যাহত রাখতে বলা হয়েছে ব্লকগুলিকে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া নির্দেশিকা জারি করে বলা হয়েছে, আবাস যোজনা প্লাস নিয়ে কোনওরকম অভিযোগ যেন কোনও ব্লক থেকে না আসে। জিরো এরর বা ত্রুটিহীন নীতি নিয়ে কাজ করার ক্ষেত্রে আরও কড়া নির্দেশ দেওয়া হয়েছে বিডিওদের। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় আবাস প্লাস যোজনায় যে তালিকা অনুমোদন করা হয়ে গিয়েছে, সেই তালিকা আবারও চেক করার কথা বলা হয়েছে। জানা গিয়েছ কোথাও যদি কোনভাবে তালিকায় নাম থাকা কোন উপভোক্তার অ্যাকাউন্টে টাকা চলে যায়,অথচ তার পাকা বাড়ি রয়েছে সেই টাকা ফেরত নেওয়ার বিষয়ে ব্লক আধিকারিকদেরই উদ্যোগী হতে হবে। সেই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে টাকা ফেরত নিতেই হবে। পাকা বাড়ি থাকার পরেও বাড়ির টাকা পেলে সেই টাকা ফেরত নিতে হবে। প্রয়োজনে থানায় অভিযোগ করতে পারেন বিডিওরা।
advertisement
জেলা প্রশাসনের কাছ থেকে এমন নির্দেশিকা পেয়ে স্বভাবতই আরও কড়া হয়েছেন বিভিন্ন ব্লকের বিডিওরা। তাঁরা বলছেন, জেলা প্রশাসন থেকে নির্দেশ এসেছে অনুমোদন হয়ে যাবার পরেও যেন তালিকা ধরে খতিয়ে দেখা হয়। অনুমোদন হয়ে যাওয়া তালিকা যেন একেবারেই ত্রুটিমুক্ত থাকে। সামান্য কোনও অভিযোগ এলে তার গুরুত্ব দেওয়া হয়। প্রাথমিকভাবে জেলা প্রশাসনের কাছে অভিযোগ এসেছে, বিভিন্ন ব্লকে পাকা বাড়ি থাকার সত্বেও তৃতীয় পর্বের সার্ভের পরেও নাম রেখে দেওয়া হয়েছে প্রভাব খাটিয়ে। সংশ্লিষ্ট বিডিওদের সেই নামের তালিকা পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে টাকা দেওয়ার আগে ১০০ শতাংশ নিশ্চিত হয়ে তবেই যেন টাকা দেওয়া হয়।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পাকা বাড়ি থাকা সত্ত্বেও অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা? এবার মিলবে 'কড়া' শাস্তি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement