ভিড় বাসে অভব্য আচরণ? বেপরোয়া গতি? আর নয়! চলতি মাসেই 'বড়' পদক্ষেপ
- Written by:Saradindu Ghosh
- Published by:Rachana Majumder
Last Updated:
ভিড় বাসে মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করলে বা নিয়ন্ত্রণহীনভাবে গাড়ি চালালে যাত্রীরা ব্যবহার করতে পারবেন এই প্যানিক বোতাম।
রাজ্যের প্রতিটি যাত্রিবাহী যানবাহনে প্যানিক বোতাম লাগানো বাধ্যতামূলক। পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, নতুন যাত্রিবাহী যানে চলতি মাস থেকেই ওই বোতাম লাগানো বাধ্যতামূলক করা হবে। পুরনো গাড়িগুলিতে ৩১ মার্চের মধ্যে এই সিস্টেম চালু করতে হবে। পূর্ব বর্ধমান জেলাতেও তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। পূর্ব বর্ধমান জেলার আরটিও অনুপম চক্রবর্তী জানান, এই টেকনোলজি নিয়ে প্রশিক্ষণ চলছে। নতুন গাড়ির ক্ষেত্রে এই সিস্টেম খুব সহজেই চালু করা সম্ভব হবে।
advertisement
advertisement
advertisement
দুর্গাপুর, শিলিগুড়ি ও কলকাতায় পরিবহণ দফতর কন্ট্রোল রুম তৈরি করছে। বাস, ম্যাজিক ভ্যান জাতীয় গাড়িতে ওই সিস্টেম চালু থাকবে।পরিবহণ দফতরের আধিকারিকেরা জানাচ্ছেন, প্যানিক বোতাম বা ভেহিকেল লোকাল ট্র্যাকিং ডিভাইস যানবাহনে না থাকলে চালকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যবস্থায় মহিলারা সবচেয়ে বেশি সুরক্ষিত থাকবেন।
advertisement









