School Reopens: স্কুল শুরুর আগে স্যানিটাইজজেশন, মিড ডে মিলের জন্য কাটা হচ্ছে দাগ

Last Updated:

School Reopens: স্কুল স্যানিটাইজেশন (School Sanitization) , চলছে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ। বিদ্যালয় শুরু হলেই শুরু হবে মিড-ডে-মিল তাই মিড-ডে-মিল রান্না ঘরের সামনে সামাজিক দূরত্ব মেনে গোল দাগ কাটা হয়েছে।

School Reopens:- Photo-PTI
School Reopens:- Photo-PTI
#বীরভূম: আগামীকাল থেকে রাজ্যে খুলছে স্কুল-কলেজ (School Reopens) তার আগেই সিউড়ি (Siuri) করিধ্যা যদুরায় মেমোরিয়াল এন্ড পাবলিক ইনস্টিটিউশন এ শুরু হয়েছে স্কুল স্যানিটাইজেশন (School Sanitization) , চলছে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ। বিদ্যালয় শুরু হলেই শুরু হবে মিড-ডে-মিল তাই মিড-ডে-মিল রান্না ঘরের সামনে সামাজিক দূরত্ব মেনে গোল দাগ কাটা হয়েছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে এবার থেকে ক্লাসে বসেই ছাত্র-ছাত্রীদের টিফিন খেতে হবে, ছাত্র-ছাত্রীদের মুখে মাস্ক এবং স্যানিটাইজার বাধ্যতামূলক, সামাজিক দূরত্ব মেনেই ক্লাসে বসানো হবে ছাত্র-ছাত্রীদের।
যদিও শহরের বহু বেসরকারি স্কুল চাইছে অফলাইনের পাশাপাশি অনলাইনেও ক্লাস হক। তারা অষ্টম থেকে দ্বাদশের সব পড়ুয়াকে একসঙ্গে স্কুলে আনার ঝুঁকি নিতে নারাজ। তাই অফলাইন ক্লাসের পাশাপাশি চলবে অনলাইন ক্লাসও। কর্তৃপক্ষের দাবি, অষ্টম শ্রেণির বেশির ভাগই যেহেতু করোনা টিকার প্রথম ডোজ এখনও পায়নি, তাই স্কুলে গেলে সংক্রামিত হওয়ার ভয় থেকেই যাচ্ছে। তাই আপাতত ভাগ ভাগ করেই পড়ুয়ারা আসুক। তবে অধিকাংশ স্কুলই জানিয়েছে, পরীক্ষা দিতে হবে অফলাইনে।
advertisement
advertisement
উল্লেখ্য, ৩১ জানুয়ারি স্কুল খোলার নির্দেশিকা জারি করে মধ্যশিক্ষা পর্ষদ। সেখানে স্পষ্টভাবে জানান হয়, আগেরবার যেভাবে স্কুলের ক্লাস নেওয়া হত ভাগ ভাগ করে, আলাদা আলাদা সময়ে। তেমনভাবে এ বারে আর ক্লাস নিতে হবে না। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস হবে একই সময়ে। ক্লাস শুরুর আধ ঘন্টা আগে ছাত্র-ছাত্রীদের স্কুলে পৌঁছে যেতে হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রাক্টিক্যাল ক্লাসও শুরু করতে হবে ৩ ফেব্রুয়ারি থেকে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
School Reopens: স্কুল শুরুর আগে স্যানিটাইজজেশন, মিড ডে মিলের জন্য কাটা হচ্ছে দাগ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement