Paschim Medinipur News : সিলেবাসের বাইরের পাঠ ! স্কুলেই কাটাতে হল পড়ুয়াদের দুটো সম্পূর্ণ দিন ও একটা রাত

Last Updated:

সিলেবাস, পড়াশোনা, ক্লাসরুম,স্যার-ম্যাডাম এই ছকের মধ্যেই সারাটা বছর আবদ্ধ থাকে ছাত্রছাত্রীরা।সেই ছক ভেঙ্গে শিশুদের মধ্যে পড়াশোনা এবং বিদ্যালয়ের প্রতি আগ্রহ আনতে শিক্ষামূলক এই শিবিরের আয়োজন।

+
আনন্দে

আনন্দে মাতোয়ারা পড়ুয়ারা 

পশ্চিম মেদিনীপুর : বাবা-মাকে ছেড়ে এক রাত দুদিন বন্ধুদের সঙ্গেকাটাল পড়ুয়ারা। কেউ হয়ত পঞ্চম শ্রেণীতে পড়ে, কেউ আবার নবম শ্রেণীও। পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মধ্যে মানসিক বিকাশ, পড়াশোনার বাইরেও সকলের সঙ্গে মিলেমিশে থাকার বার্তা ছাত্র-ছাত্রীদের মধ্যে ছড়িয়ে দিতে বিদ্যালয়ের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল দুদিনের একটি শীতকালীন শিবিরের। পড়াশোনা বাদ দিয়ে খেলাধুলো, সাংস্কৃতিক চর্চা, এমনকি ক্যাম্প ফায়ার ও বনভোজনের আয়োজন করা হয়।
পশ্চিম মেদিনীপুরের খাকুড়দা এলাকার ভগবতী দেবীর শিক্ষা নিকেতনের পক্ষ থেকে আয়োজন করা হয় শীতকালীন দুই দিনের শিবিরের। যেখানে সকল ছেলেমেয়েরা একসঙ্গে খেলাধুলো, ক্যাম্প-ফায়ার এমনকি বন্ধুদের সঙ্গে রাত্রিযাপন করে বিদ্যালয়ে। প্রসঙ্গত কেউ কেউ থাকে বিদ্যালয়ের হোস্টেলে, কেউ থাকে বাড়িতে। শুধুমাত্র বিদ্যালয়ের সময় বাদ দিয়ে বন্ধুদের সঙ্গে আলাপচারিতা, পড়াশোনা কিংবা সাংস্কৃতিক আদান প্রদান হয় না। তাই ছাত্র-ছাত্রীদের মানসিক বিকাশ, এবং নৈতিক শিক্ষা দিতে বিদ্যালয়ে আয়োজিত হয় এই শিবিরের।
advertisement
advertisement
স্বাভাবিকভাবে চেনা ছন্দের বাইরে গিয়ে শিক্ষকদের সঙ্গে একাত্ম হওয়া এবং বন্ধু সুলভ আচরণে খুশি পড়ুয়ারা। এই শিবিরে প্রায় ২ শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয়। বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষার পরের দিনই আয়োজন করা হয়শিবিরের। নিজেদের আলোচনায় ছাত্র-ছাত্রীরা শ্যাডো আর্ট কিংবা বিভিন্ন ভাষায় রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করে। ছিল নাটক, নাচের আয়োজনও।
advertisement
সিলেবাস, পড়াশোনা, ক্লাসরুম,স্যার-ম্যাডাম এই ছকের মধ্যেই সারাটা বছর আবদ্ধ থাকে ছাত্রছাত্রীরা।সেই ছক ভেঙ্গে শিশুদের মধ্যে পড়াশোনা এবং বিদ্যালয়ের প্রতি আগ্রহ আনতে শিক্ষামূলক এই শিবিরের আয়োজন।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
প্রতিটি বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিদ্যালয়ের প্রতি ভীতি কাটাতে এই ধরনের শিবির বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে শিক্ষামহল।
রঞ্জন চন্দ
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Paschim Medinipur News : সিলেবাসের বাইরের পাঠ ! স্কুলেই কাটাতে হল পড়ুয়াদের দুটো সম্পূর্ণ দিন ও একটা রাত
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement