Paschim Medinipur News: রাজ্যস্তরের সাঁতারে মেদিনীপুরের জয়জয়কার,জেলার ঝুলিতে সোনা, রূপো ও ব্রোঞ্জ
- Reported by:RANJAN CHANDA
- hyperlocal
Last Updated:
প্রতিটি বিভাগের প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীরা আগামী ২ জানুয়ারি দিল্লিতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। ছাত্র-ছাত্রীদের সাফল্যে গর্বিত মেদিনীপুরের মানুষ।
পশ্চিম মেদিনীপুর: ক্যারাটে কিংবা বক্সিং এর পর রাজ্যস্তরের সাঁতার প্রতিযোগিতায় মেদিনীপুরের জয়-জয়কার। জেলার পাঁচ কৃতীর হাত ধরে এলসোনা ,রূপো ওব্রোঞ্জ। ২টি সোনা, ৫টি রূপো, ৩টি ব্রোঞ্জ জিতল শহরের পাঁচজন সাঁতারু। তিন দিনব্যাপী ৬৭-তম রাজ্য বিদ্যালয় সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ৫ ছাত্র-ছাত্রী। মেদিনীপুরের এই পাঁচ কৃতীর হাত ধরে এসেছে পুরস্কার। রাজ্যস্তরীয় প্রতিযোগিতায় জয় ছিনিয়ে নিয়েছে সাঁতারুরা। পশ্চিম মেদিনীপুর জেলার ৫ জন সাঁতারু অনূর্ধ্ব ১৪, ১৭ ও ১৯ বিভাগে মোট ১০-টি পদক জিতেছে। সম্প্রতি কলকাতার রাজারহাটে রবীন্দ্রনাথ সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে, তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছিল রাজ্যস্তরীয় এই প্রতিযোগিতা। স্টেট লেভেল চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারীরা ২টি সোনা, ৫টি রূপো এবং ৩টি ব্রোঞ্জ পদক জয় করেছে। প্রত্যেকেই মেদিনীপুর শহরের মেদিনীপুর সুইমিং ক্লাবে অনুশীলন করে।
জানা গেছে, অনূর্ধ্ব১৪ বালক বিভাগে মেদিনীপুর শহরের সৌম্যরূপ দে ৫০ মিটার ব্যাকস্ট্রোকে সোনা (প্রথম) এবং ১০০ মিটার ব্যাকস্ট্রোকে রুপো (দ্বিতীয়) জিতেছে। আরিতোষ মহাকুল ১০০ মিঃ ফ্রি-স্টাইলে রুপো, ৪০০ মিঃ ফ্রি-স্টাইলে ব্রোঞ্জ এবং ৫০ মিঃ বাটারফ্লাই-তে রূপো জিতে মেদিনীপুরের নাম উজ্জ্বল করেছে। অনূর্ধ্ব ১৪ বালিকা বিভাগে ঐশানী সরকার ২০০ মিঃ ফ্রি-স্টাইলে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক জিতেছে।
advertisement
advertisement
এছাড়াও, অনূর্ধ্ব ১৭ বালিকা বিভাগে সোমাশ্রী চৌধুরী যথাক্রমে ২০০ মিঃ ব্রেস্টস্ট্রোক ও ৫০ মিঃ ব্রেস্টস্ট্রোকে দ্বিতীয় এবং ১০০ মিঃ ব্রেস্টস্ট্রোকে তৃতীয় হয়েছে। এছাড়াও, অনূর্ধ্ব ১৯ বালক বিভাগের ১০০ মিঃ ফ্রি-স্টাইলে প্রথম স্থান অধিকার করে জেলা তথা শহরকে গর্বিত করেছে মেদিনীপুর শহরের অরিজিৎ আঢ্য।
advertisement
প্রসঙ্গত পড়াশোনা সামলে সাঁতারের প্রশিক্ষণ নিত পদকজয়ীরা। পড়াশোনার পাশাপাশি কঠোর পরিশ্রম করত তারা। স্বভাবতই তাদের এই সাফল্যে খুশি পরিবার থেকে প্রশিক্ষকেরা।প্রতিটি বিভাগের প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারীরা আগামী ২ জানুয়ারি দিল্লিতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে। ছাত্র-ছাত্রীদের সাফল্যের গর্বিত মেদিনীপুর জেলাবাসী।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
হারিয়ে যেতে বসা সুইমিং বা সাঁতারে পুরস্কার জয়ে খুশির হাওয়া গোটা জেলায়।
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 13, 2023 12:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Paschim Medinipur News: রাজ্যস্তরের সাঁতারে মেদিনীপুরের জয়জয়কার,জেলার ঝুলিতে সোনা, রূপো ও ব্রোঞ্জ