Paschim Medinipur News: স্কুলছুটদের ফেরাতে ক্লাসরুম ছেড়ে গ্রামে হাজির শিক্ষিকা ও কন্যাশ্রীরা

Last Updated:

বিভিন্ন এলাকায় গিয়ে ছাত্র ছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের বোঝালেন পড়ুয়ারা, সঙ্গে ছিলেন শিক্ষিকারা।

+
অভিভাবককে

অভিভাবককে বোঝাচ্ছেন ছাত্রী ও শিক্ষিকারা

পশ্চিম মেদিনীপুর: কৈশোর জীবনে বিদ্যালয় সাধনার জায়গা। যেখানে বন্ধুদের সঙ্গেবসে পড়াশোনা, মিড ডে মিল খাওয়া কিংবা খেলাধুলার মধ্য দিয়ে সময় কাটে কচিকাঁচাদের। পাশাপাশি পড়াশোনা করে মানুষের মত মানুষ হয় তারা। তবে সেই সাধনার জীবনে বাধ সাধে অর্থ, বাধা হয়ে দাঁড়ায় পারিবারিক আর্থিক অসচ্ছলতা। যার ফলে স্কুলছুট হওয়ার সংখ্যা নিত্যদিন বাড়তেই থাকে। এবার স্কুলছুট ছেলে মেয়েদের স্কুলে ফেরাতে উদ্যোগ নিল বিদ্যালয়ে কর্তৃপক্ষ। স্কুলছুট ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে বিদ্যালয়ের শিক্ষিকাদের পাশাপাশি অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের বোঝালো পড়ুয়ারা। উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
সমাজ জীবনের মধ্যে বিদ্যালয় জীবন অত্যন্ত সুখকর। পাশাপাশি বন্ধুদের সাথে একসঙ্গে পড়াশোনা, খেলাধুলা করে জীবনের প্রতিষ্ঠিত হয় ছাত্রছাত্রীরা। তবে পারিবারিক অসচ্ছলতার কারণে কখনও চতুর্থ, কখনও পঞ্চম শ্রেণি, আবার কখনও অষ্টম শ্রেণীতে এসে বন্ধ করে দিতে হয় পড়াশোনা। স্বাভাবিকভাবে প্রান্তিক গ্রামীণ এলাকায় বাড়তে থাকে স্কুলছুটদের সংখ্যা।
প্রসঙ্গত বর্তমান সময়ে সরকারিভাবে বিদ্যালয়ের পড়ুয়াদের নানান সরকারি স্কলারশিপ, বিনামূল্যে বই, খাতা, ব্যাগ সরবরাহ করা হচ্ছে। তবু পারিবারিক চাপে কিংবা সংসার সামলাতে কম বয়স থেকেইবিদ্যালয়েযাচ্ছে না অনেকে। স্কুলছুট রুখতে, ছাত্র-ছাত্রীদের স্কুলে ফেরাতে বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠের ছাত্রীরা এবং শিক্ষিকারা প্রান্তিক এলাকায় গিয়ে সাধারণ মানুষকে বোঝালেন, পাশাপাশি জানতে চাইলেন তাদের অসুবিধার কথা।
advertisement
advertisement
প্রসঙ্গত বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে গড়ে উঠেছে কন্যাশ্রী ক্লাব। বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠের এই কন্যাশ্রী ক্লাব সারাবছর শিক্ষামূলক নানা কর্মসূচি নেয় বিভিন্ন এলাকায়। যার অঙ্গ হিসেবে এদিনের এই বিশেষ কর্মসূচি। পারিবারিক অভাব, সংসারের অসচ্ছলতার কারণে তাদের মেয়েকে বিদ্যালয়ে পাঠান না অভিভাবকরা। তাদের কাছে সরকারি নানা সুবিধার কথা তুলে ধরেন ছাত্রী থেকে শিক্ষিকারা। যদিও ছাত্রী ও শিক্ষিকাদের কথা শুনে তাদেরমেয়েকে বিদ্যালয়ে পাঠাবেন বলে জানানঅভিভাবকরা।
advertisement
আর ক’দিন পরেই শুরু হবে নতুন সেশন। বিদ্যালয়ে চলবে ভর্তি। পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে এবং স্কুলছুট হওয়ার প্রবণতা রুখতে এই উদ্যোগ বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ড. লক্ষ্মী দাস অট্ট।
আরও খবর পড়তে ফলো করুন
advertisement
বিদ্যালয়ে এই উদ্যোগ এবং ছাত্রীদের এই সহযোগিতাকে কুর্নিশ জানিয়েছেন সকলে।
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Paschim Medinipur News: স্কুলছুটদের ফেরাতে ক্লাসরুম ছেড়ে গ্রামে হাজির শিক্ষিকা ও কন্যাশ্রীরা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement