গরু পাচার কাণ্ডে ফের গ্রেফতার কেষ্ট মণ্ডল! নতুন করে ফাঁসলেন অনুব্রত? তুমুল চাঞ্চল্য

Last Updated:

Scam || Cow Smuggling: বুধবারই অনুব্রতর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। যার জেরে কার্যত দেউলিয়া হয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল। এরইমধ্যে সেই বীরভূমেরই রামপুরহাট পুলিশের হাতে ফের গ্রেফতার কেষ্ট মণ্ডল।

ফের গ্রেফতার কেষ্ট মণ্ডল!
ফের গ্রেফতার কেষ্ট মণ্ডল!
বীরভূম: গরু পাচার কেলেঙ্কারিতে বীরভূম জেলা তৃণমূল সভাপতি কেষ্ট মণ্ডল ওরফে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে সিবিআই। তারপর থেকে পেরিয়ে গিয়েছে বছরখানেক। বর্তমানে দাপুটে তৃণমূল নেতার ঠিকানা দিল্লির তিহাড় জেল। বুধবারই অনুব্রতর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। যার জেরে কার্যত দেউলিয়া হয়ে গিয়েছেন অনুব্রত মণ্ডল। এরইমধ্যে সেই বীরভূমেরই রামপুরহাট পুলিশের হাতে ফের গ্রেফতার কেষ্ট মণ্ডল।
সূত্রের খবর, গরু পাচারের অভিযোগে মুর্শিদাবাদ জেলার অন্তর্গত সাগরদিঘি থানা এলাকার দুজনকে গ্রেফতার করেছে রামপুরহাট থানার পুলিশ।
advertisement
জানা গিয়েছে, গতকাল রাতে রাণীগঞ্জ – মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়ক ধরে লরিতে কয়লা পাচার করার সময় কয়লা ভর্তি লরি বাজেয়াপ্ত করে পুলিশ। আটক লরি থেকে সবমিলিয়ে ২৪ টন অবৈধ কয়লা বাজেয়াপ্ত করা হয়।
advertisement
অন্যদিকে রামপুরহাট-ঝাড়খণ্ড রাস্তার সুরিচুয়ার কাছ থেকে এরাজ্যে নিয়ে আসার সময় একটি গাড়িতে ৯ টি গরু পাচার হচ্ছিল বলে অভিযোগ। সেই পাচারের অভিযোগেই দুই গরু পাচারকারীকে গ্রেফতার করেছে রামপুরহাট থানার পুলিশ। ধৃত দুজনার মধ্যে একজনের নাম কেষ্ট মণ্ডল। অপরজনের নাম নূর জামাল সেখ। আর এই নাম উঠতেই জেলায় নতুন করে ওঠে জল্পনা।
advertisement
গরু পাচারের অপরাধে ধৃত এই ব্যক্তির নাম আর গরু পাচার মামলায় বর্তমানে জেলবন্দি তৃণমূলের দাপুটে নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মণ্ডলের নাম মিলে যাওয়াতেই শুরু হয়েছে তুমুল চর্চা। ধৃতদের আজ রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গরু পাচার কাণ্ডে ফের গ্রেফতার কেষ্ট মণ্ডল! নতুন করে ফাঁসলেন অনুব্রত? তুমুল চাঞ্চল্য
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement