Saraswati Puja: পেন্সিলের মধ্যে সব থেকে ছোট সরস্বতী মূর্তি তৈরি করলেন বাঁকুড়ার শিল্পী!

Last Updated:

Saraswati Puja:বাঁকুড়ার এক চিত্রশিল্পী শ্লেট পেন্সিলের ওপর খোদাই করে তৈরি করেছেন মাত্র সাড়ে তিন ইঞ্চির মা সরস্বতী।

+
সরস্বতী

সরস্বতী মুর্তি 

বাঁকুড়া: ডিজিটাল জামানা আসার আগে, ভারতবর্ষে অধিকাংশ বাচ্চার হাতে খড়ি হত স্লেট পেন্সিলের মাধ্যমে। বিদ্যার প্রথম আঁচড় কাটতে শিখত তারা শ্লেট পেন্সিলের হাতে ধরে। সেই কারণে সরস্বতী পুজো অর্থাৎ বিদ্যার দেবীকে আরাধনার আগে, বাঁকুড়ার এক চিত্রশিল্পী শ্লেট পেন্সিলের ওপর খোদাই করে তৈরি করেছেন মাত্র সাড়ে তিন ইঞ্চির মা সরস্বতী। এই সরস্বতী মূর্তিটি চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না।
একটা শ্লেট পেন্সিল অত্যন্ত ভঙ্গুর একটি জিনিস, সেটিকে যত্ন সহকারে খোদাই করে কীভাবে করলেন এমন কাজ শিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায়? সেই উত্তর তিনি নিজেই দিলেন। ইন্দ্রনীল চট্টোপাধ্যায় বলেন, “কুড়ি টাকা দিয়ে একটা শ্লেট পেন্সিলের প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম। সেই প্যাকেট থেকে একটি স্লেট পেন্সিলের উপরে সুচ দিয়ে একটু একটু করে যত্ন সহকারে খোদাই করে তৈরি করেছি মা সরস্বতীকে। রয়েছে বিনা, রয়েছে হাঁস।”
advertisement
advertisement
স্কেলের পাশে রাখলে আরও অবাক লাগছে। সাইজ মাত্র সাড়ে তিন ইঞ্চি। দীর্ঘ ৩ দশক ধরে শিল্পচর্চা করছেন শিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। তবুও চোখের জোর চশমা লাগলেও কমেনি। বার বার মাইক্রো আর্টে নতুনত্ব কাজ করে থাকেন এই শিল্পী। মা সরস্বতীর মূর্তিটিকে আরও সুন্দর করে প্রস্ফুটিত করতে, লাল রং ব্যবহার করা হয়েছে বিভিন্ন জায়গায়।
advertisement
বিদ্যার দেবীর আরাধনার আগে বাঁকুড়ায় বিভিন্নভাবে মা সরস্বতীর মূর্তি তৈরি করতে দেখা যাচ্ছে বিভিন্ন মানুষকে। এর আগে কালীপুজো ও দুর্গা পুজোর আগে চিত্রশিল্পী ইন্দ্রনীল চট্টোপাধ্যায় তৈরি করেছিলেন মাইক্রো আর্ট। সরস্বতী পুজোর আগেও সেই একই কাজ করে তাক লাগালেন বাঁকুড়ার এই বাসিন্দা।
নীলাঞ্জন ব্যানার্জী
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Saraswati Puja: পেন্সিলের মধ্যে সব থেকে ছোট সরস্বতী মূর্তি তৈরি করলেন বাঁকুড়ার শিল্পী!
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement