West Bardhaman News: তাস খেলায় বাংলার বিশ্বজয়, সোনা জিতলেন দুই বঙ্গসন্তান
- Published by:Bangla Digital Desk
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
West Bardhaman News: আন্তর্জাতিক মঞ্চে আবারও বাংলার নাম উজ্জ্বল করল দু'জন। আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারত থেকে হাতে গোনা কয়েকজনই অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন।
আসানসোল, পশ্চিম বর্ধমান: আন্তর্জাতিক মঞ্চে আবারও বাংলার নাম উজ্জ্বল করল দু’জন। আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারত থেকে হাতে গোনা কয়েকজনই অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন। তার মধ্যেই দুজন বাঙালি স্বর্ণপদক ছিনিয়ে এনেছেন। যার মধ্যে একজন কলকাতা নিবাসী বিনোদ সাউ। অপরজন আসানসোলের বাসিন্দা। আসানসোলের মহিষিলা এলাকার বাসিন্দা সঞ্জিত দে।
সঞ্জিতবাবুর এই সাফল্য আসানসোলের বিশ্বজয় বলে মনে করছেন জেলার মানুষ। উল্লেখ্য, আর্জেন্টিনায় আয়োজন করা হয়েছিল বিশ্ব ব্রিজ চ্যাম্পিয়নশিপ। কার্ড অর্থাৎ তাস খেলার অন্যতম একটি পন্থা ব্রিজ। সেই বিশ্ব ব্রিজ চ্যাম্পিয়নশিপ পেয়ার্সে গোল্ড মেডেল পেয়েছেন আসানসোলের সঞ্জিতবাবু এবং কলকাতা নিবাসি বিনোদ বাবু। তাদের এই সাফল্যে খুব সহজেই উচ্ছ্বসিত গোটা বাংলা।
প্রসঙ্গত, আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সে গত ২২ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতার আসর বসেছিল। এখানে পেয়ার্সের ওপেন ইভেন্টে প্রথম হয়েছেন দু’জন। ছিনিয়ে এনেছেন স্বর্ণপদক। এছাড়াও এখানে মিক্স, ওপেন, সিনিয়র ও ওমেন পেয়ার্সের মোট চারটি ইভেন্ট মিলিয়ে ওভারঅল দ্বিতীয় হয়েছেন তারা। এছাড়াও ব্যক্তিগত ইভেন্টে প্রথম হয়ে স্বর্ণপদক জয় করেছেন।এই সাফল্যে সঞ্জিতবাবু নিজেও খুবই উচ্ছ্বসিত। পাশাপাশি তিনি চান, এই ধরনের প্রতিযোগিতার মধ্য দিয়ে নিজেকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে।
advertisement
advertisement
প্রসঙ্গত, অনেকেই কার্ড অর্থাৎ তাস খেলা খুব একটা পছন্দ করেন না। অনেকেই এড়িয়ে যান। কিন্তু এমন একটি খেলার উপর ভর করেও যে বিশ্বমঞ্চে স্বর্ণপদক জয় করা সম্ভব, তা দেখিয়ে দিয়েছেন আসানসোলের এই বাসিন্দা। সঞ্জিত বাবুর পরিবারও তার এই সাফল্যে ভীষণভাবে খুশি।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 08, 2024 8:07 PM IST