Darjeeling News: মিটতে চলেছে দীর্ঘ দিনের সমস্যা! খুশির খবর যাত্রীদের জন্য

Last Updated:

Darjeeling News: দীর্ঘদিন থেকে প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন পশ্চিমবঙ্গ সিকিমের লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়ক। আর এবার থেকে সেই ১০ নং জাতীয় সড়ক দেখাশোনা, মেরামত ও সংস্কারের দায়িত্বে রাজ্যের পরিবর্তে কেন্দ্রীয় সংস্থা।

+
১০

১০ নং জাতীয় সড়ক

দার্জিলিং: দীর্ঘদিন থেকে প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন পশ্চিমবঙ্গ সিকিমের লাইফ লাইন ১০ নম্বর জাতীয় সড়ক। আর এবার থেকে সেই ১০ নং জাতীয় সড়ক দেখাশোনা, মেরামত ও সংস্কারের দায়িত্বে রাজ্যের পরিবর্তে কেন্দ্রীয় সংস্থা। কেন্দ্র সরকারের তরফে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রকের তরফে একটি নোটিফিকেশন জারি করে সেকথা জানানো হয়েছে। আর কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপে ধন্যবাদ জানিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং ও দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। পাশাপাশি কেন্দ্র সরকার এই পদক্ষেপ করায় খুশি পর্যটন সংস্থাগুলিও। এখন থেকে সেভক থেকে রংপো পর্যন্ত প্রায় ৫৩ কিলোমিটার ১০ নম্বর জাতীয় সড়কের মেরামত ও সংস্কার করবে জাতীয় সড়ক উন্নয়ন কর্তৃপক্ষ। এতো দিন ওই সড়ক মেরামত ও সংস্কারেরকাজ কর‍ত রাজ্যের পূর্ত দপ্তর।
টানা বৃষ্টিপাত প্রাকৃতিক বিপর্যয় এবং তিস্তায় হড়পা বানে একাধিক বার ১০ নাম্বার জাতীয় সড়কের একাধিক জায়গা ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়ে পর্যটন ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের। প্রবল বৃষ্টিতে তিস্তার জলস্রোতে তলিয়ে যায় পশ্চিমবঙ্গ সিকিমের লাইফ লাইন ১০ নং জাতীয় সড়কের একাংশ। যে কারণে পাহাড় কেটে নতুন করে জাতীয় সড়ক নির্মাণের কাজ করতে হয়। কিন্তু রাজ্যের পরিকাঠামো কম থাকায় সেই কাজ করতে বেশ হিমশিম খেতে হচ্ছিল। কাজ দেরিতে শেষ হওয়ার পাশাপাশি পরিকাঠামো কম থাকায় ঠিকমতো কাজ হচ্ছিল না এবং বারবার একই জায়গায় ধসের জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছিল এই ১০ নং জাতীয় সড়ক।
advertisement
এতে রাজ্যের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। সড়কটি বাংলা সিকিমের লাইফ লাইন হওয়ার কারণে আর্থিক, পর্যটন ও বাণিজ্যের দিক দিয়ে ক্ষতির মুখে পরতে হচ্ছিল দুই রাজ্যকে। এই প্রসঙ্গে এক পর্যটন ব্যবসায়ী কৌশিক বারুই বলেন বিভিন্ন সময় প্রাকৃতিক বিপর্যয়ে এবং তিস্তার হড়পা বাণে ক্ষতিগ্রস্ত হয়েছে এই ১০ নং জাতীয় সড়ক এর ফলে সমস্যায় পড়তে হয়েছে পাহাড়ে ঘুরতে আসা পর্যটক থেকে শুরু করে পর্যটন ব্যবসায়ীদের স্বাভাবিকভাবেই কেন্দ্রের কাছে এই রাস্তার দেখভালের দায়িত্ব যাওয়ায় আশা রাখছি এই রাস্তাটি আরো ভালোভাবে তৈরি হবে এবং পশ্চিমবঙ্গ ও সিকিমের পর্যটন ব্যবসা ভালো হবে।
advertisement
advertisement
গত ২৫ জুন বাংলা সিকিম লাইফলাইন ১০ নম্বর জাতীয় সড়ক মেরামত ও সংস্কারের কাজ যাতে কেন্দ্র সরকার নিজের হাতে নেয় দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে সেই দাবি করেছিলেন প্রেম সিং তামাং,একই দাবি তোলেন রাজু বিস্তা সহ পর্যটন সংস্থাগুলিও। বর্তমানে কেন্দ্রের হাতে দায়িত্ব যাওয়ার পর সকলের একটাই আশা এই ১০ নং জাতীয় সড়কের কাজ আরো ভালোভাবে সম্পন্ন হবে এর ফলে সিকিমের পর্যটন নতুন করে আয়ের দিশা দেখাবে।
advertisement
সুজয় ঘোষ
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Darjeeling News: মিটতে চলেছে দীর্ঘ দিনের সমস্যা! খুশির খবর যাত্রীদের জন্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement