Sandeshkhali Murder: কোমরে ইট বাঁধা, সন্দেশখালিতে পুকুর থেকে উদ্ধার তরুণীর হাত-পা বাঁধা দেহ! পরিবারের অভিযোগ ধর্ষণ, ময়নাতদন্ত রিপোর্টে ভয়ঙ্কর সত‍্যি সামনে

Last Updated:

Sandeshkhali Murder: ফের খবরে সন্দেশখালি। সন্দেশখালীর ন্যাজাট থানার ঘোষপুর এলাকায় গতকাল, শনিবার হাত-পা বাঁধা এবং কোমরে ইট বাধা অবস্থায় পুকুরের জলে এক তরুণীর দেহ উদ্ধার হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল‍্য।

কোমরে ইট বাঁধা, সন্দেশখালিতে পুকুর থেকে উদ্ধার তরুণীর হাত-পা বাঁধা দেহ! পরিবারের অভিযোগ ধর্ষণ, ময়নাতদন্ত রিপোর্টে ভয়ঙ্কর সত‍্যি সামনে
কোমরে ইট বাঁধা, সন্দেশখালিতে পুকুর থেকে উদ্ধার তরুণীর হাত-পা বাঁধা দেহ! পরিবারের অভিযোগ ধর্ষণ, ময়নাতদন্ত রিপোর্টে ভয়ঙ্কর সত‍্যি সামনে
সন্দেশখালি: ফের খবরে সন্দেশখালি। সন্দেশখালীর ন্যাজাট থানার ঘোষপুর এলাকায় গতকাল, শনিবার হাত-পা বাঁধা এবং কোমরে ইট বাধা অবস্থায় পুকুরের জলে এক তরুণীর দেহ উদ্ধার হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল‍্য। গত শনিবার তরুণীর মৃত‍্যুতে ধর্ষণ করে খুনের অভিযোগ তোলে পরিবার। এবার ঘটনাস্থলে ফরেনসিক টিম।
এলাকায় যুবতীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে যুবতী পরিবারের ধর্ষণ করে খুনের অভিযোগ তোলে। কিন্তু বসিরহাট জেলা পুলিশ ও বসিরহাট জেলা হাসপাতালের ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে যুবতীকে শ্বাসরোধ করেই খুন করা হয়েছে। প্রাথমিক রিপোর্টে এখনও পর্যন্ত যৌন নির্যাতন বা ধর্ষণ করে খুন করার মতো ঘটনা ময়না তদন্তে রিপোর্টে আসেনি বলেই সূত্রের খবর।
advertisement
advertisement
আজ, রবিবার ওই ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করলেন অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের পশ্চিমবঙ্গের সভাপতি বিরসা তিরকি। তাঁর নেতৃত্বে হাতে প্ল্যাকার্ড নিয়ে অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের সদস্যরা প্রথমে ঘটনাস্থলে যায়। সেখান থেকে তারা মিছিল করে ওই ছাত্রীর বাড়িতে এসে পরিবারের সঙ্গে কথা বলেন এবং একটি রিপোর্ট তৈরি করেন।
advertisement
সূত্রের খবর, গত ৪ ডিসেম্বর থেকেই নিখোঁজ ছিলেন তরুণী। ৪ ডিসেম্বর বিকালে গরুর খামার দিতে যাচ্ছি বলে বেরিয়ে যাওয়ার পর আর ফেরেনি তরুণী। চারদিন পর পুকুর থেকে উদ্ধার হয় তরুণীর হাত, পা, মুখ বাঁধা দেহ। দেহটি জলে ডুবিয়ে দেওয়ার জন্য কোমরে ইটও বাঁধা ছিল। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল‍্য।
advertisement
জিয়াউল আলম, অনুপম সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sandeshkhali Murder: কোমরে ইট বাঁধা, সন্দেশখালিতে পুকুর থেকে উদ্ধার তরুণীর হাত-পা বাঁধা দেহ! পরিবারের অভিযোগ ধর্ষণ, ময়নাতদন্ত রিপোর্টে ভয়ঙ্কর সত‍্যি সামনে
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement