Sandeshkhali HS Exam: চোখেমুখে আতঙ্ক পরীক্ষার্থীদের...! উত্তপ্ত সন্দেশখালিতে নিরাপত্তার ঘেরাটোপে নির্বিঘ্নে উচ্চ মাধ্যমিক
- Published by:Sanjukta Sarkar
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Sandeshkhali HS Exam: আঁটোসাঁটো পুলিশি নিরাপত্তায় বেশ কিছুটা সাহস পাচ্ছেন পরীক্ষার্থীরা। সরগরম পরিস্থিতিতে যেন ভয়ে বুক দুরু দুরু করছে মাধ্যমিক পরীক্ষার্থীদের। চোখে মুখে একরাশ আতঙ্কের ছাপ নিয়ে পরীক্ষা কেন্দ্রে রওনা দিচ্ছে।
বসিরহাট: উত্তপ্ত সন্দেশখালিতে নির্বিঘ্নে শুরু উচ্চ মাধ্যমিক। চোখে আতঙ্কের ছাপ পরীক্ষার্থীদের। এখনও শান্ত হয়নি সন্দেশখালি। ১৫টি জায়গায় জারি আছে ১৪৪ ধারা। মাধ্যমিক পরীক্ষার্থীদের মতই আতঙ্কে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা। ছাত্রছাত্রীদের জীবনের মাধ্যমিক পরীক্ষার পর বড় ধাপ উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তবে কিছুটা কাটছে আশঙ্কার কালো মেঘ।
বছরের প্রথম থেকে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দু সন্দেশখালির পরিবেশ পরিস্থিতি গত কয়েকদিন যাবৎ উত্তপ্ত হয়ে ওঠে। সন্দেশখালি এলাকার মানুষজন, জমি কমিটি তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় পাশাপাশি তৃণমূলের কর্মী সমর্থকরা অপর পক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখায়। বেশ কয়েকদিন ধরে সংঘর্ষের ফলে রণক্ষেত্র চেহারা নেয় গোটা সন্দেশখালি এলাকা। জারি করা হয় ১৪৪ ধারা। এরপর বিরোধী দলের নেতারা এলাকা এলাকায় পৌঁছলে পুলিশ বাধা দেয়। যেন এক উত্তপ্ত পরিস্থিতি গোটা এলাকাজুড়ে। সেই সঙ্গে পুলিশি দাপাদাপিতে গোটা এলাকা জুড়ে যেন এক প্রকার অঘোষিত যুদ্ধের অবাহ।
advertisement
advertisement
এমন পরিস্থিতিতে জীবনের বড় পরীক্ষায় এলাকার উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা চরম আতঙ্কে পরীক্ষা কেন্দ্রে পৌঁছচ্ছে। তবে আঁটোসাঁটো পুলিশি নিরাপত্তায় বেশ কিছুটা সাহস পাচ্ছেন পরীক্ষার্থীরা। সরগরম পরিস্থিতিতে যেন ভয়ে বুক দুরু দুরু করছিল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের। চোখে মুখে একরাশ আতঙ্কের ছাপ নিয়ে পরীক্ষা কেন্দ্রে রওনা দিচ্ছিল কিন্তু পুলিশি নিরাপত্তায় নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারায় কিছুটা হলেও নিশ্চিন্ত তারা।
advertisement
পরীক্ষা শেষে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রিঙ্কি দাস জানায়, পরীক্ষা দিতে আসার সময় ভয় পাচ্ছিলাম, তবে আসার সময় নদীপথে ফেরিঘাট থেকে শুরু করে স্থলপথে পুলিশি নিরাপত্তায় ভালোভাবে পরীক্ষা দিতে পেরেছি।” গত কয়েকদিনের তুলনায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক। ধীরে ধীরে ছন্দে ফিরছে সন্দেশখালি। তবুও এলাকায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার তৃতীয় দিনে ছাত্রছাত্রীদের নিরাপত্তায় পুলিশি তৎপরতা রয়েছে যথেষ্ট।
advertisement
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 19, 2024 3:34 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sandeshkhali HS Exam: চোখেমুখে আতঙ্ক পরীক্ষার্থীদের...! উত্তপ্ত সন্দেশখালিতে নিরাপত্তার ঘেরাটোপে নির্বিঘ্নে উচ্চ মাধ্যমিক
