Sandeshkhali Hospital: পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ ৮ কোটি টাকা, সন্দেশখালি হাসপাতাল ঢেলে সাজাচ্ছে রাজ্য
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
সন্দেশখালি গ্রামীণ হাসপাতালে সার্বিক উন্নয়ন ও বেড বাড়ানোর জন্য অর্থ বরাদ্দ করল রাজ্য সরকার। ৮ কোটি টাকা বরাদ্দ হল হাসপাতালের উন্নয়নের খাতে। এর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সন্দেশখালির মানুষ।
আবীর ঘোষাল, কলকাতা: কথা দিলে যে কথা রাখেন মুখ্যমন্ত্রী সে বিষয়টি প্রমাণিত হল আরও একবার। সন্দেশখালি গ্রামীণ হাসপাতালে সার্বিক উন্নয়ন ও বেড বাড়ানোর জন্য অর্থ বরাদ্দ করল রাজ্য সরকার। ৮ কোটি টাকা বরাদ্দ হল হাসপাতালের উন্নয়নের খাতে। এর জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সন্দেশখালির মানুষ।
গত বছর ডিসেম্বর মাসের ৩০ তারিখে সন্দেশখালি গিয়ে গ্রামীণ হাসপাতালের উন্নতির কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো এই হাসপাতালের উন্নতির জন্য ৮ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। ফলে উত্তর ২৪ পরগনা বসিরহাট মহাকুমার সন্দেশখালি গ্রামীণ হাসপাতালের সার্বিক উন্নয়নের কাজ শুরু হতে চলেছে। রাজ্য প্রশাসনের নির্দেশ মতো ৩০ শয্যার হাসপাতালে বেড সংখ্যা বেড়ে হবে ৬০। এই হাসপাতালে প্রসূতিদের জন্য এবার থেকে সিজারের ব্যবস্থা করা হচ্ছে। মিলবে পর্যাপ্ত অভিজ্ঞ চিকিৎসক। সন্দেশখালি-সহ আশপাশের মানুষরা পাবেন উন্নত স্বাস্থ্য পরিষেবা।
advertisement
advertisement

গত লোকসভা ভোটের আগের থেকেই বারবার শিরোনামে এসেছে সন্দেশখালি। নারী নির্যাতন থেকে জমি জোর করে কেড়ে নেওয়া এই বিষয়ে নানা অভিযোগ উঠেছে। পাল্টা প্রশাসনিক স্তরে উদ্যোগের কথা জানানো হয়। সন্দেশখালি কার্যত গোটা দেশের কাছে প্রচারের ইস্যু হয়ে যায় বিজেপি শিবিরের কাছে। যদিও ভোটের ফলে বসিরহাট লোকসভা জিতে নেয় তৃণমূল কংগ্রেস। তবে সন্দেশখালি বিধানসভায় তারা পিছিয়ে। তবে সন্দেশখালি ঘিরে অব্যাহত আছে রাজনৈতিক তরজা।
advertisement
সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে এই বিষয়টি উল্লেখ করেছেন। পাশাপাশি স্থানীয় তৃণমূল নেতৃত্বকে, হাসপতালের উন্নতির জন্য সরকারের এই বরাদ্দ কথা তুলে ধরে মানুষের কাছে প্রচার করার নির্দেশ দেওয়া হয়েছে সর্বোচ্চ স্তর থেকে। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি রক্ষা করায় খুশি ব্লক স্বাস্থ্য আধিকারিক থেকে সাধারণ মানুষ। এই প্রসঙ্গে বিধায়ক সুকুমার মাহাতো বলেন, ‘‘মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিলে তিনি যে তা রাখেন তা আবারও প্রমাণিত হল। সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ-সহ সুন্দরবনের একটি বড় অংশের মানুষ এই গ্রামীন হাসপাতাল থেকে উন্নত স্বাস্থ্য পরিষেবার পাবেন। মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে উন্নত স্বাস্থ্য পরিষেবার দিচ্ছেন। এবার সেই তালিকায় সন্দেশখালির নামও জুড়ে গেল।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 20, 2025 10:02 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sandeshkhali Hospital: পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ ৮ কোটি টাকা, সন্দেশখালি হাসপাতাল ঢেলে সাজাচ্ছে রাজ্য