Yoga Competition: রাজ্য স্কুল গেমসে জেলার নাম উজ্জ্বল করল গোঘাটের অষ্টম শ্রেণীর সঞ্চিতা

Last Updated:

Yoga Competition: ৬৮তম রাজ্য স্কুল গেমসে রাজ্যের মধ্যে জেলার নাম উজ্জ্বল হল যোগাসনে। বালিকাদের অনূর্ধ্ব-১৭ বিভাগে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করল গোঘটের সঞ্চিতা মণ্ডল।

+
সঞ্চিতা

সঞ্চিতা মন্ডল, যোগাসনে দ্বিতীয়

হুগলি: ৬৮তম রাজ্য স্কুল গেমসে রাজ্যের মধ্যে জেলার নাম উজ্জ্বল হল যোগাসনে। বালিকাদের অনূর্ধ্ব-১৭ বিভাগে রাজ্যের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করল গোঘটের সঞ্চিতা মণ্ডল।
স্কুল গেমস ২০২৪-এর আন্ডার সেভেন্টি গার্লস যোগাসন প্রতিযোগিতায় ৪৭১ পয়েন্ট অর্জন করে দ্বাতীয় স্থান অধিকার করে সঞ্চিতা। শ্যাওড়া ইউনিয়ন হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী সঞ্চিতা। বালি ব্যায়াম সমিতিতে যোগাসন শিখছে সে। বিগত প্রায় ৬ বছর ধরে সঞ্চিতা যুক্ত রয়েছে যোগাসনের সঙ্গে।
advertisement
advertisement
এবার কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করে হুগলী জেলার মুখ উজ্জ্বল করেছে সঞ্চিতা। এর পর সে জাতীয় স্তরে প্রতিযোগিতায় যাবে, সেখানেও ভাল ফল করতে প্রস্তুতি শুরু করেছে ইতিমধ্যেই। পরিবারের ইচ্ছে তাঁদের মেয়ে এবার আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ী হয়ে আসুক। কিন্তু তাঁর জন্য আরও বড় জায়গায় মেয়েকে অনুশীলন নিতে হবে। সেখানে সমস্যা হয়ে দাঁড়িয়েছে অর্থাভাব।
advertisement
সঞ্চিতার বাবা ভিন রাজ্যে কাজ করে। পরিবারের দাবি সেভাবে তাঁর টাকা উপার্জন হয় না। তাই মেয়েকে কী ভাবে বড় জায়গায় অনুশীলনের জন্য পাঠাবেন সেই চিন্তা গ্রাস করেছে তাঁদের। তাঁদের আবেদন যদি সরকারের পক্ষ থেকে বা কোনও বেসরকারি সংস্থা সঞ্চিতাকে সাহায্য করে তাহলে সে আরও এগিয়ে যাবে এবং রাজ্যের পাশাপাশি সে দেশের মুখো উজ্জ্বল করবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Yoga Competition: রাজ্য স্কুল গেমসে জেলার নাম উজ্জ্বল করল গোঘাটের অষ্টম শ্রেণীর সঞ্চিতা
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement