মারা গিয়েছেন মা, হুঁশ নেই মানসিক ভারসাম্যহীন ছেলের! বন্ধ ঘরের দরজা ভাঙতেই আঁতকে ওঠার মতো দৃশ্য সামশেরগঞ্জে
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
রবিনসন স্ট্রিটকাণ্ডের ছায়া মুর্শিদাবাদের সামশেরগঞ্জে।
রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ, কেদারনাথ প্রামাণিকঃ মায়ের মৃতদেহ আগলে বসে রয়েছেন মানসিক ভারসাম্যহীন ছেলে! মুর্শিদাবাদের সামশেরগঞ্জের নিমতিতা পঞ্চায়েতের দুর্গাপুর কর্মকারপাড়া এলাকার একটি বাড়ি থেকে এক বয়স্ক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে।
বুধবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে। পুলিশ জানিয়েছে, মৃত ওই মহিলার নাম বাসন্তী সাহা (৬০)। ইতিমধ্যেই পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠিয়েছে। মায়ের দেহ উদ্ধারের পর ছেলে সুদম সাহাকেও থানায় নিয়ে যায় সামশেরগঞ্জ পুলিশ।
আরও পড়ুনঃ ঘরে-বাইরে সব জলময়, শান্তি নেই কোথাও! কী ব্যবস্থা নিচ্ছে প্রশাসন, মুর্শিদাবাদে সরেজমিনে লোকাল ১৮
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, মা এবং ছেলে দুজনেই মানসিক ভারসাম্যহীন। একসঙ্গে একই বাড়িতে থাকতেন তারা। নিহত মহিলার ছেলে সুদম যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। কিন্তু মাঝেমধ্যেই তিনি মানসিক সমস্যায় জর্জরিত হয়ে পড়তেন। সম্প্রতি মানসিক সমস্যা আরও বাড়তে শুরু করে সুদম সাহার।
advertisement
advertisement
আরও পড়ুনঃ গোপনে রমরমিয়ে চলছিল…! পুলিশ হানা দিতেই চক্ষু চড়কগাছ, উদ্ধার ১৬৫টি আগ্নেয়াস্ত্র ও ৪৮০টি কার্তুজ, কোথা থেকে এল?
এদিকে দিন কয়েক ধরেই প্রতিবেশীরা লক্ষ্য করছেন, ভিতর থেকে বাসন্তীদের বাড়ির দরজা বন্ধ। কোনো রকম সাড়া শব্দ আসছিল না বাসন্তী সাহা এবং ছেলে সুদমের। মানসিক ভারসাম্যহীন হওয়ার জন্য স্থানীয়রা বিষয়টি নিয়ে তেমন কোনো গুরুত্ব না দিলেও বুধবার সকাল থেকে হঠাৎই দুর্গন্ধ বের হতে শুরু করে ওই বাড়ি থেকে। তারপরেই খবর দেওয়া হয় সামশেরগঞ্জ থানার পুলিশকে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ বাড়ির দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে।
advertisement
প্রত্যক্ষদর্শীদের দাবি, মৃত মায়ের পাশেই বসেছিল মানসিক ভারসাম্যহীন ছেলে সুদম সাহা। পুলিশ জানিয়েছে, দেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হলেই পুরো রহস্য উন্মোচিত হবে। ছেলে এবং মা দুজনেই মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেই জানিয়েছে সামশেরগঞ্জ থানার পুলিশ। পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 06, 2025 6:18 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মারা গিয়েছেন মা, হুঁশ নেই মানসিক ভারসাম্যহীন ছেলের! বন্ধ ঘরের দরজা ভাঙতেই আঁতকে ওঠার মতো দৃশ্য সামশেরগঞ্জে