Viral Job Advertisement: মেধার ভিত্তিতে নিয়োগের পর শিক্ষকের সাম্মানিক ১৫০০! স্কুলের বিজ্ঞপ্তিতে আলোড়ন সোশ্যাল মিডিয়ায়

Last Updated:

Viral Job Advertisement: বিএড ডিগ্রি থাকলে তাঁরা অগ্রগণ্য । আর এই টাকার অঙ্ক নিয়েই বিভিন্ন ধরনের কমেন্ট আর ওই বিজ্ঞপ্তি ভাইরাল হয়েছে ।                  

এই টাকার অঙ্ক নিয়েই বিভিন্ন ধরনের কমেন্ট আর ওই বিজ্ঞপ্তি ভাইরাল হয়েছে
এই টাকার অঙ্ক নিয়েই বিভিন্ন ধরনের কমেন্ট আর ওই বিজ্ঞপ্তি ভাইরাল হয়েছে
সাঁইথিয়া : বীরভূমের সাঁইথিয়ার জিউই তরঙ্গিনী উচ্চবিদ্যালয়ের বিজ্ঞপ্তি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়াতে । সেই বিজ্ঞপ্তিতে লেখা - স্কুলে  অস্থায়ী ভাবে আংশিক সময়ের জন্য ভূগোল ও শিক্ষাবিজ্ঞান বিভাগে শিক্ষক বা শিক্ষিকা প্রয়োজন, মাসিক ১৫০০ টাকা সাম্মানিক । বিএড ডিগ্রি থাকলে তাঁরা অগ্রগণ্য । আর এই টাকার অঙ্ক নিয়েই বিভিন্ন ধরনের কমেন্ট আর ওই বিজ্ঞপ্তি ভাইরাল হয়েছে ।
জানা গিয়েছে ওই স্কুলে বর্তমানে শিক্ষাবিজ্ঞান,  ভূগোল , সংস্কৃত, অঙ্ক, সোশাল সায়েন্স -এর শিক্ষক নেই৷ গ্রামীণ এই স্কুলে আপাতত দরকার ভূগোল ও শিক্ষাবিজ্ঞানের শিক্ষক । তবে বাকি বিষয়েরও শিক্ষক প্রয়োজন হবে ক্লাস শুরু হলে ৷ উচ্চমাধ্যমিক এই স্কুলে ছাত্রছাত্রীদের সুবিধার জন্যই এই শিক্ষক নিয়োগের বিয়য়ে সিদ্ধান্ত নিয়েছে স্কুলের পরিচালন কমিটি ।
advertisement
তবে যোগ্য শিক্ষক বা শিক্ষিকাই যে নিয়োগ করা হবে, সেই মর্মে আশার বাণী শুনিয়েছেন স্কুল পরিচালন কমিটির সভাপতি । বীরভূমের অন্যান্য স্কুলের শিক্ষকরা ব্যাপারটিকে নিয়ে আলোচনা করলেও স্কুলের ফান্ডের অবস্থার বিষয়েও তারা স্কুলের পাশে দাঁড়িয়েছে । অন্য তবে বিএড পাশ করা ছাত্রছাত্রীরা সাম্মানিকের অঙ্ক নিয়ে নিজেদের অপমানিত বোধ করেছেন । ২৭ জুন অবধি এই পদগুলির জন্য আবেদনের শেষ তারিখ থাকায় অনেকেই আসছেন আবেদন করতে স্কুলে । তবে স্কুল কর্তৃপক্ষ সমস্ত ব্যাপারটিই শিক্ষা দফতরের গোচরে এনেই করছে বলে তাঁদের দাবি।
advertisement
advertisement
আরও পড়ুন : নতুন মাছের ঝাঁক বাজারে ঢুকতেই কমেছে দাম, এ বার ইলিশেই মজবে রবিবাসরীয় ভোজ?
সাঁইথিয়ার জিউই তরঙ্গিনী উচ্চবিদ্যালয়ের শিক্ষক শোভন মণ্ডল বলেন, ‘‘ নম্বরের ভিত্তিতে এই স্কুলে শিক্ষক নিয়োগ করা হবে । আবেদনের শেষ তারিখ ২৭ জুন । তার পরই স্কুল কর্তৃপক্ষ থেকে নেওয়া হবে সিদ্ধান্ত ।’’ পরিচালন কমিটির সভাপতি জ্যোতির্ময় মন্ডল বলেন , ‘‘ বর্তমানে আমাদের স্কুলে অনেকগুলো বিষয়ে শিক্ষক নেই । যেহেতু আমাদের পিছিয়ে পড়া গ্রামীণ স্কুল, তাই যাতে ছাত্রছাত্রীরা পড়াশোনা চালিয়ে যেতে পারে, আমরা আমাদের দুটো বিষয়ের শূন্য পদে বেতন নয়, সাম্মানিক ভাতা দিয়ে শিক্ষক নিয়োগ করতে চাইছি । এই সাম্মানিক ভাতা স্কুলের ডেভেলপমেন্ট ফান্ড থেকে আমরা দেব ।’’
advertisement
আরও পড়ুন :  আপনার এই স্বভাবের জন্যই শরীরে বন্ধ্যাত্ব বাসা বাঁধছে না তো? সতর্কতা নিন এখনই
আবেদনকারী লিপিকা সরকার বলেন , ‘‘এখন যেহেতু কোথাও শিক্ষক নিয়োগ নেই তাই এই কম বেতনেই যাতে আমরা কিছু করতে পারি সেই আশা নিয়েই আজ আমি সাঁইথিয়ার জিউই তরঙ্গিনী উচ্চবিদ্যালয়ে আবেদন করতে এসেছি৷’’
advertisement
আরও পড়ুন :  মহিলাদের সুস্থতা আর পুরুষদের মৃত্যুভয়! জগিং নিয়ে একই যাত্রায় পৃথক ফল?
বিএড পাশ ছাত্রী তানিয়া প্রামাণিক বলেন, ‘‘একজন শিক্ষকের বেতন ১৫০০ টাকা, একজন শিক্ষক হিসেবে এ আমার কাছে খুবই অসম্মানজনক।’’ সিউড়ি বেণীমাধব স্কুলের শিক্ষক অরুণ দাস বলেন, ‘‘ একজন শিক্ষকের বেতন ১৫০০ টাকা সত্যিই অনেক সামান্য , এর থেকে একজন দিনমজুরের বেতন বেশি।’’ বীরভূমের ডিআই (সেকেন্ডারি) চন্দ্রশেখর জাউলিয়া বলেন , ‘‘ আমার কাছে এখনও পর্যন্ত এই নিয়োগ সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি  এসে পৌঁছয়নি । তবে কোনও উচ্চ মাধ্যমিক স্কুলে শিক্ষক না থাকলে স্কুল কর্তৃপক্ষ স্কুলের ফান্ড থেকে বেতন দিয়ে শিক্ষক নিয়োগ করতে পারে । এই বিষয়ে খোঁজ নিচ্ছি আমি ।’’
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Job Advertisement: মেধার ভিত্তিতে নিয়োগের পর শিক্ষকের সাম্মানিক ১৫০০! স্কুলের বিজ্ঞপ্তিতে আলোড়ন সোশ্যাল মিডিয়ায়
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement