Hilsa Price : নতুন মাছের ঝাঁক বাজারে ঢুকতেই কমেছে দাম, এ বার ইলিশেই মজবে রবিবাসরীয় ভোজ?

Last Updated:

Hilsa Price : ইলশেগুঁড়ি বৃষ্টি আর বাড়িতে ইলিশ মাছ ভাজা এই মেনুতেই উইকএন্ড-ভোজ বাঙালির

দাম কিছুটা কমেছে কিন্তু তাতেও আম বাঙালির সাধ্যের মধ্যে কি?
দাম কিছুটা কমেছে কিন্তু তাতেও আম বাঙালির সাধ্যের মধ্যে কি?
কলকাতা : বাজারে টাটকা ইলিশ । নতুন ইলিশ আসতেই দাম কিছুটা কমেছে । ক্রেতার সংখ্যা বেড়েছে । বাঙালির কাছে এখন ব্রাত্য স্টোরের ইলিশ । ইলশেগুঁড়ি বৃষ্টি আর বাড়িতে ইলিশ মাছ ভাজা এই মেনুতেই উইকএন্ড-ভোজ বাঙালির ।
ইলিশ মাছ নিয়ে ট্রলার ফিরতেই বাঙালির স্বাদবদল। এতদিন স্টোরের ইলিশেই দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়েছে। এখন টাটকা ইলিশ বাজারে ঢুকছে। দাম কিছুটা কমেছে কিন্তু তাতেও আম বাঙালির সাধ্যের মধ্যে কি?
অন্তত তেমনটা মনে করছেন না মানিকতলা বাজারেই শৈশব কাটিয়ে যৌবন পেরিয়ে এখন সিনিয়র সিটিজেন রণেন্দ্র নাথ মিত্র । একসময় মানিকতলা বাজারে তিনি দেখেছেন ইলিশ মাছ ঢেলে বিক্রি হত । আট আনা থেকে এক টাকায় মিলত মনের মতো ইলিশ । সে ইলিশ মাছের স্বাদের কথা এখনও ভুলতে পারেন না রণেনবাবু । এখন পেনশননির্ভর অবসরের জীবন কাটাচ্ছেন। বলছেন সাধ তো থাকবেই, কিন্তু সাধ্য কোথায়?
advertisement
advertisement
আরও পড়ুন : আপনার এই স্বভাবের জন্যই শরীরে বন্ধ্যাত্ব বাসা বাঁধছে না তো? সতর্কতা নিন এখনই
মানিকতলার ইলিশমাছ বিক্রেতা রহমত বাবু বলছেন, ‘‘ ছোট ইলিশ আর তুলছি না । এখন সব ইলিশই টাটকা ইলিশ । দামেও কম, ক্রেতারাও চাইছেন টাটকা ইলিশ । ৮০০ টাকা কেজিপ্রতি থেকে শুরু ৬০০  থেকে ৮০০ ওজনের মাছ। আর দেড় কিলো ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকায় । মাছ বিক্রেতা মিঠু মন্ডল বলছেন, ‘‘ কয়েকদিন আগেও এই দেড় কিলো ওজনের ইলিশ মাছ বিক্রি হয়েছে ১৮০০ থেকে ২০০০ টাকায় । দাম কমে যাওয়ায় ক্রেতারা সংখ্যাও বাড়ছে ।’’
advertisement
এখনও সেভাবে ইলিশ মাছে ছয়লাপ হয়নি বাজার । তবুও মৌসুমের শুরুতেই আশার আলো দেখছেন ব্যবসায়ীরা । মানিকতলার মাছ ব্যবসায়ী শেখ রহমত বলছেন অন্য বছরের তুলনায় এই মরসুমে ইলিশের আমদানি বেশি হবে বলেই মনে হচ্ছে । গত কয়েক বছরে ঝড়ঝঞ্জা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ইলিশমাছে আমদানিতে ভাটা পড়েছিল । এবার তাই আশার আলো দেখছেন অনেকেই ।
advertisement
৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ মাছ ৮০০ টাকা কিলো।
৮০০ গ্রাম থেকে এক কিলো ওজনের ইলিশ মাছ হাজার টাকা কিলো।
advertisement
এক কিলো বা তার বেশি ওজনের মাছ ১২০০ থেকে ১৫০০ টাকা কিলো।
এর থেকে বেশি ওজনের মাছ ১৫০০ থেকে ১৬০০  টাকা কিলো।
বর্ষার মরসুমের প্রথমেই ইলিশ মাছ উঠতেই টাটকা ইলিশের দাম কমেছে কিছুটা । মানিকতলা বাজারে ইলিশ মাছ কিনতে ক্রেতার ভিড় । মাছ ব্যবসায়ী প্রদীপ কুমার মন্ডল বলছেন আষাঢ় মাস থেকেই ইলিশ মাছের আমদানি শুরু হয় । অনুমান করা যাচ্ছে ইলিশের মরসুম এবার ভালই কাটবে ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Hilsa Price : নতুন মাছের ঝাঁক বাজারে ঢুকতেই কমেছে দাম, এ বার ইলিশেই মজবে রবিবাসরীয় ভোজ?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement