Everest: তিন বছর পর ২ বাঙালির এভারেস্ট জয়! শৃঙ্গ জয় করেই অসুস্থ রুম্পা, অবস্থা আশঙ্কাজনক
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:Debashish Chakraborty
Last Updated:
২০২৫ সালে প্রথমবার এভারেস্টের পৌঁছল দুই বাঙালি। বঙ্গবাসীকে গর্বিত করলেন রুম্পা দাস ও সুব্রত ঘোষ।
কলকাতা: ২০২৫ সালে প্রথমবার এভারেস্টের পৌঁছল দুই বাঙালি। বঙ্গবাসীকে গর্বিত করলেন রুম্পা দাস ও সুব্রত ঘোষ। তবে খুশির খবরের সঙ্গেই জড়িয়ে এলে বিষাদের সংবাদও। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় করেই অসুস্থ রুম্পা। অবস্থা আশঙ্কাজনক। তাঁকে উদ্ধারের কাজ চলছে।
সূত্রের খবর অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্টে পা রাখেন দুই বাঙালি রানাঘাটের বাসিন্দা রুম্পা দাস ও সুব্রত ঘোষ। তবে শৃঙ্গজয় করলেও অসুস্থ হয়ে পড়েন রুম্পা। এই গ্রপের সঙ্গে থাকা ফিলিপিন্স এর অভিযাত্রী ফিলিপ সেন্টিগোর মৃত্যু হয়েছে আজ সকালে।
advertisement
advertisement
প্রসঙ্গত এই প্রথম নয়, এভারেস্ট জয়ের চেষ্টা ২০২১ সালেও করেছিলেন রুম্পা। সেবারেও শারীরিক অসুস্থতাই কারণে বাধ সাধে স্বপ্নপূরণে। ২০২১ সালে কৃষ্ণনগরের ‘ম্যাক’-এর (মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগর) হয়ে এভারেস্ট অভিযানে শামিল হন রুম্পা। তবে মাঝপথেই রুম্পার শুরু হয়েছিল শ্বাসকষ্ট। পরে ধরা পড়ে করোনা।
advertisement
২০২৫ -এ ফের এভারেস্টের পথে পাড়ি দেন বঙ্গতনয়া। তবে চূড়াও পা রাখলেও এবারেও ভেঙে পড়ল শরীর। তিন বছর পর ফের সর্বোচ্চ শৃঙ্গে পড়ল বাঙালির পা। শেষ পিয়ালি বসাক জয় করেছিল এভারেস্ট ২০২২ সালে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 15, 2025 8:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Everest: তিন বছর পর ২ বাঙালির এভারেস্ট জয়! শৃঙ্গ জয় করেই অসুস্থ রুম্পা, অবস্থা আশঙ্কাজনক