Bangla News: 'তুমি যে এখানে, কে তা জানত?', মরশুমের শুরুতেই সুন্দরবন কাঁপাল রয়্যাল বেঙ্গল! এ কী দৃশ্য দেখুন...
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Royal Bengal Tiger: শীতের শুরুতে সুন্দরবনের চুলকাঠি ওয়াচ টাওয়ারের কাছে দেখা মিলল দক্ষিণ রায়ের।
সুন্দরবন: শীতের শুরুতে সুন্দরবনের চুলকাঠি ওয়াচ টাওয়ারের কাছে দেখা মিলল দক্ষিণ রায়ের। এক বনকর্মীর ক্যামেরাবন্দি হয়েছে এই দৃশ্য।শীতের শুরুতে এই বাঘ দেখতে পাওয়ায় খুশি পর্যটকরা।
মূলত শীতকালে বেশি পর্যটক সুন্দরবনে ঘুরতে আসেন। অনেকে সুন্দরবনে আসলেও বাঘের দেখা পাননা। তবে এবার শীতের শুরুতে বাঘের দেখা মেলায় পর্যটকরা খুবই খুশি। চুলকাঠি ওয়াচ টাওয়ারের কাছে বাঘটিকে দেখতে পাওয়ার পরই ক্যামেরাবন্দি করেছেন ওই কর্মী। ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকায় বনের মধ্যে দেখা যায় বাঘটিকে রোদ পোহাতে।তারপর গুটিগুটি পায়ে এগিয়ে গিয়ে অলসভাবে কিছু শারীরিক কসরত করে বনের মধ্যে চলে যায়।
advertisement
আরও পড়ুনঃ দীপাবলিতে ভুলেও এই দিক থেকে প্রদীপ জ্বালাবেন না! সংসার ঘিরে ধরবে অভাব-অশান্তি
এমন দৃশ্য সচরাচর দেখতে পাওয়া যায় না। তাই যে গুটিকয়েক পর্যটক ছিলেন তাঁরা এ দিনের এই দৃশ্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন। পাথরপ্রতিমার এল প্লটের শ্রীধরনগরে লোকালয়ে এসে পড়া বাঘটি ফের জঙ্গলে চলে গিয়েছে। বন দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে। তবুও বাঘ যাতে আর লোকালয়ে না আসে তার জন্য লোকালয় সংলগ্ন জঙ্গলে জাল দিয়ে ঘেরা হয়েছে।
advertisement
advertisement
গ্রামবাসীরা বাঘের পায়ের ছাপ দেখেছেন। এই ঘটনার পর সতর্ক রয়েছেন গ্রামবাসীরা। এ বছর শীতের শুরুতেই বাঘের মেলায় গোটা শীতকাল জুড়েই পর্যটকরা সুন্দরবন ভ্রমণ করে যে নিরাশ হবেন না, তা বলছেন স্থানীয়দের অনেকেই।
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 06, 2023 4:36 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: 'তুমি যে এখানে, কে তা জানত?', মরশুমের শুরুতেই সুন্দরবন কাঁপাল রয়্যাল বেঙ্গল! এ কী দৃশ্য দেখুন...








