advertisement

Madhumita Sarcar Wedding Photo: দ্বিতীয় বিয়ে মধুমিতার, লাল বেনারসিতে রূপসী নায়িকা, মালা বদল থেকে সিঁদুরদান, পালন করা হল সব রীতি

Last Updated:
আইবুড়ভাত পর্ব শুরু হয়েছিল আগেই৷ তবে বিয়ের দিনটা কাউকে জানাননি অভিনেত্রী৷ এটা ছিল ভক্তদের জন্য সারপ্রাইজ৷
1/8
বিয়ে সারলেন মধুমিতা সরকার৷ পাত্র সকলের পরিচিত৷ না, তিনি বিনোদন জগতের কেউ নন৷ তবে বেশ কিছুদিন আগে থেকেই মধুমিতা তাঁর বরের সঙ্গে পরিচয় করিয়েছিলেন তাঁর ভক্তদের৷ নাম দেবমাল্য চক্রবর্তী৷
বিয়ে সারলেন মধুমিতা সরকার৷ পাত্র সকলের পরিচিত৷ না, তিনি বিনোদন জগতের কেউ নন৷ তবে বেশ কিছুদিন আগে থেকেই মধুমিতা তাঁর বরের সঙ্গে পরিচয় করিয়েছিলেন তাঁর ভক্তদের৷ নাম দেবমাল্য চক্রবর্তী৷
advertisement
2/8
দেবমাল্য পেশায় আইটি প্রফেশনাল, মধুমিতার সঙ্গে বন্ধুত্ব বহুদিনের৷ সেই বন্ধুত্ব এবার বিয়েতে পরিণতি পেল৷
দেবমাল্য পেশায় আইটি প্রফেশনাল, মধুমিতার সঙ্গে বন্ধুত্ব বহুদিনের৷ সেই বন্ধুত্ব এবার বিয়েতে পরিণতি পেল৷
advertisement
3/8
আইবুড়ভাত পর্ব শুরু হয়েছিল আগেই৷ তবে বিয়ের দিনটা কাউকে জানাননি অভিনেত্রী৷ এটা ছিল ভক্তদের জন্য সারপ্রাইজ৷
আইবুড়ভাত পর্ব শুরু হয়েছিল আগেই৷ তবে বিয়ের দিনটা কাউকে জানাননি অভিনেত্রী৷ এটা ছিল ভক্তদের জন্য সারপ্রাইজ৷
advertisement
4/8
মধুমিতা সুন্দরী, আর কনে রূপে তাঁর থেকে চোখ ফেরানো যাচ্ছিল না৷ লাল বেনারসি পরেছিলেন তিনি৷ সঙ্গে ছিল ভারী গয়না৷ বরের পরেছিলেন শ্বশুরবাড়ির দেওয়া সাদা পাঞ্জাবি৷
মধুমিতা সুন্দরী, আর কনে রূপে তাঁর থেকে চোখ ফেরানো যাচ্ছিল না৷ লাল বেনারসি পরেছিলেন তিনি৷ সঙ্গে ছিল ভারী গয়না৷ বরের পরেছিলেন শ্বশুরবাড়ির দেওয়া সাদা পাঞ্জাবি৷
advertisement
5/8
একেবারে সাবেকি রীতি মেনে বিয়ে করলেন অভিনেত্রী৷ অগ্নিসাক্ষী রেখে মন্ত্রোচ্চারণের মধ্য দিয়েই চারহাত এক হল তাঁদের। বিয়ের অনুষ্ঠান হয়েছিল বিনোদিনী গার্ডেন, বারইপুরে৷ রিসেপশন হবে শোভাবাজার রাজবাড়িতে৷
একেবারে সাবেকি রীতি মেনে বিয়ে করলেন অভিনেত্রী৷ অগ্নিসাক্ষী রেখে মন্ত্রোচ্চারণের মধ্য দিয়েই চারহাত এক হল তাঁদের। বিয়ের অনুষ্ঠান হয়েছিল বিনোদিনী গার্ডেন, বারইপুরে৷ রিসেপশন হবে শোভাবাজার রাজবাড়িতে৷
advertisement
6/8
বিয়ের আয়োজনে কোনও খামতি ছিল না৷ মোগলাই, বাঙালি সব রকম খাবার ছিল অতিথিদের জন্য৷
বিয়ের আয়োজনে কোনও খামতি ছিল না৷ মোগলাই, বাঙালি সব রকম খাবার ছিল অতিথিদের জন্য৷
advertisement
7/8
বিয়ের আয়োজনে কোনও খামতি ছিল না৷ মোগলাই, বাঙালি সব রকম খাবার ছিল অতিথিদের জন্য৷
বিয়ের আয়োজনে কোনও খামতি ছিল না৷ মোগলাই, বাঙালি সব রকম খাবার ছিল অতিথিদের জন্য৷
advertisement
8/8
উল্লেখ্য এটি মধুমিতার দ্বিতীয় বিয়ে৷ এর আগে অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয় তাঁর৷ যদিও সেই বিয়ে বেশিদিন টেকেনি৷
উল্লেখ্য এটি মধুমিতার দ্বিতীয় বিয়ে৷ এর আগে অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিয়ে হয় তাঁর৷ যদিও সেই বিয়ে বেশিদিন টেকেনি৷
advertisement
advertisement
advertisement