Purulia Tiger Rescue: বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে ঢুকে পড়ে রয়্যাল বেঙ্গল, ২ রাজ্যের বন বিভাগের চেষ্টায় ১২ ঘণ্টা পর খাঁচায় বাঘ
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Purulia Tiger Rescue: বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় ফের বাঘের আগমন। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের শিলি বনাঞ্চলের মাড়দু গ্রামে। গ্রামের বাসিন্দা পুরন্দর মাহাতোর বাড়িতে ঢুকে পড়ে রয়্যাল বেঙ্গল টাইগার।
পুরুলিয়া: বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে ফের বাঘের আগমন। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের শিলি বনাঞ্চলের মাড়দু গ্রামে। গ্রামের বাসিন্দা পুরন্দর মাহাতোর বাড়িতে ঢুকে পড়ে রয়্যাল বেঙ্গল টাইগার। এ প্রসঙ্গে পুরন্দর মাহাতো বলেন, ভোর চার’টের সময় তিনি যখন গবাদি পশু বের করতে যান, সেই সময় তার বাড়িতে একটি বাঘ ঢুকে পড়ে। ওই সময় তাঁর দুই মেয়ে সেখানে ছিলেন। তারা চিৎকার করায় বুঝতে পারেন ঘরের মধ্যে বাঘ ঢুকে পড়েছে। এরপরই উপস্থিত বুদ্ধি খাটিয়ে তিনি ওই ঘরের দরজা বন্ধ করে দেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুই রাজ্যের বন বিভাগের আধিকারিকরা। পৌঁছন ঝাড়খণ্ডের মুখ্য বনপাল (বন্যপ্রাণ) পরিতোষ উপাধ্যায়। ঘিরে ফেলা হয় পুরন্দর মাহাতোর গোটা বাড়ি। বাঘ বন্দি করতে আনা হয় খাঁচা। প্রায় ১২ ঘণ্টার প্রচেষ্টায় অবশেষে খাঁচাবন্দি হয় ওই রয়্যাল বেঙ্গল টাইগার।
আরও পড়ুনঃ দুর্বার গতিতে শরীরে থাবা বসাচ্ছে ক্যানসার! ৩ সবজি, ফলই ‘সুপারফুড’! রোজ খেতেই হবে, কমবে প্রাণের ঝুঁকি
বাঘটিকে পালামু নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক পরীক্ষা পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান রাঁচির ডিএফও শ্রীকান্ত বর্মা। এদিন রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন এলাকায়। বাঘটি ধরা পড়ায় খানিকটা হলেও স্বস্তি পেয়েছেন গ্রামবাসীরা।
advertisement
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 25, 2025 11:28 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia Tiger Rescue: বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে ঢুকে পড়ে রয়্যাল বেঙ্গল, ২ রাজ্যের বন বিভাগের চেষ্টায় ১২ ঘণ্টা পর খাঁচায় বাঘ