জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, বিকট শব্দ, আহতদের চিৎকার...! ঘটনাস্থলেই মৃত ১, গুরুতর জখম ৭
- Published by:Sneha Paul
- hyperlocal
- Reported by:Syed Mijanur Mahaman
Last Updated:
Road Accident: মুহূর্তের মধ্যে চিৎকারে ভরে ওঠে গোটা এলাকা, স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন
গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমানঃ জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোড থানার ডুকি এলাকায় ঘটনাটি ঘটেছে। মেদিনীপুরগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই উল্টে যায়। ভ্যানের ভেতরে ছিলেন একদল রাজমিস্ত্রি। ভ্যানটি রাস্তার ধারে উল্টে যেতেই মুহূর্তের মধ্যে চিৎকারে ভরে ওঠে গোটা এলাকা। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চন্দ্রকোনা রোড সংলগ্ন গ্রাম থেকে কাজে যাচ্ছিলেন কয়েকজন রাজমিস্ত্রি। ভ্যানচালক সম্ভবত অতিরিক্ত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায় পিকআপ ভ্যানটি। প্রচণ্ড শব্দে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়রা ও পুলিশ মিলে আহতদের দ্রুত উদ্ধার করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক শ্রমিকের। বাকিদের গুরুতর জখম অবস্থায় শালবনী সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, আহতদের চিৎকারে হৃদয়বিদারক পরিস্থিতি তৈরি হয়েছিল।
advertisement
আরও পড়ুনঃ অধ্যাপককে শাসানির অভিযোগ! অভিযুক্ত নেতাকে ‘সার্টিফিকেট’, উল্টে বিজেপি-সিপিএমকে আক্রমণ বিধায়কের
প্রথমে আহতদের শালবনী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলেও তাঁদের শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় চিকিৎসকরা দ্রুত মেদিনীপুর মেডিক্যাল কলেজে রেফার করেন। আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকজন শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক।
advertisement
advertisement
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চন্দ্রকোনা রোড থানার বিট হাউসের পুলিশ আধিকারিকরা। ক্ষতিগ্রস্ত পিকআপ ভ্যানটি ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে ভ্যানটি নিয়ন্ত্রণ হারাল, চালক মদ্যপ ছিলেন কিনা অথবা অন্য কোনও প্রযুক্তিগত সমস্যা ছিল কি না- সবদিক খতিয়ে দেখা হচ্ছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আকস্মিক এই দুর্ঘটনায় মৃত শ্রমিকের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আহতদের পরিবারও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। গ্রামে শোকের আবহ তৈরি হয়েছে। প্রশাসনের কাছে এলাকাবাসীর দাবি, জাতীয় সড়কে গাড়ি চলাচলে কঠোর নিয়মকানুন এবং অতিরিক্ত গতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 30, 2025 12:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, বিকট শব্দ, আহতদের চিৎকার...! ঘটনাস্থলেই মৃত ১, গুরুতর জখম ৭