অধ্যাপককে শাসানির অভিযোগ! অভিযুক্ত নেতাকে 'সার্টিফিকেট', উল্টে বিজেপি-সিপিএমকে আক্রমণ বিধায়কের
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
Trinamool Congress: ২৪ ঘণ্টা যেতে না যেতেই কোমর বেঁধে 'ড্যামেজ কন্ট্রোলে' নেমে পড়ল রাজ্যের শাসকদল
বাঁকুড়া, প্রিয়ব্রত গোস্বামীঃ বাঁকুড়ার বেলিয়াতোড় যামিনী রায় কলেজে অধ্যাপককে শাসানির অভিযোগ। তৃণমূলের বড়জোড়া ব্লকের সভাপতি কালিদাস মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এই ঘটনায় এবার ‘ড্যামেজ কন্ট্রোলে’ নামল জোড়াফুল শিবির। গতকাল সন্ধ্যায় বেলিয়াতোড় বাজারে রীতিমতো মিছিল ও পথসভা করে দলের ব্লক সভাপতি তথা অভিযুক্ত নেতা কালিদাস মুখোপাধ্যায়কে ঢালাও সার্টিফিকেট দিলেন স্থানীয় তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায়।
সিপিএম ও বিজেপির ঘাড়ে দায় চাপিয়ে প্রকাশ্য মঞ্চ থেকে তিনি বললেন, সত্যি যদি কালিবাবু অন্যায় করেন আইন তাঁর সাজা দেবে, দল তাঁর সাজা দেবে, মানুষ বিচার করবেন। অ্যারেস্ট করবেন, গায়ে হাত দিয়ে দেখুন শাসানি দিয়ে বিধায়কের দাবি খুন করেছে, চুরি করেছে না ডাকাতি করেছে, অ্যারেস্ট কেন করতে হবে? অন্যায় করলে সাজা পাবে কিন্তু জোর করে জোট বেঁধে একজনের উপর দোষ চাপিয়ে দলকে কালিমালিপ্ত করবেন, এটা হবে না। বিজেপি সিপিএমকে একহাত নেন তিনি। এই ঘটনায় অভিযুক্ত নেতার প্রোমোশন হল বলে দাবি বিধায়কের। এই ঘটনায় পাল্টা কটাক্ষ করেছে বিজেপি ও সিপিএম।
advertisement
আরও পড়ুনঃ সাতসকালে কাজে যাওয়ার পথে নেমে এল চরম দুর্ভোগ! গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে… পিষে গেলেন ১, গুরুতর জখম ৭
বাঁকুড়ার বেলিয়াতোড় যামিনী রায় কলেজের সেমিনার হলে পরিচালন সমিতির বৈঠকে ভূগোল বিভাগের বিভাগীয় প্রধান লক্ষ্মীনারায়ণ যাদব ও বাংলা বিভাগের প্রধান কুন্তল সিনহাকে শাসানির অভিযোগ ওঠে তৃণমূলের বড়জোড়া ব্লকের সভাপতি কালিদাস মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নিন্দায় সরব হয় বিভিন্ন মহল। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার পথে নামে বিজেপি। সেই ঘটনার ২৪ ঘণ্টা যেতে না যেতেই এবার কোমর বেঁধে ‘ড্যামেজ কন্ট্রোলে’ নেমে পড়ল রাজ্যের শাসকদল।
advertisement
advertisement
খোদ বিধায়ক অলোক মুখোপাধ্যায় অভিযুক্ত ব্লক সভাপতিকে সঙ্গে নিয়ে বেলিয়াতোড় বাজারে হাঁটলেন। শুধু তাই নয়, বেলিয়াতোড়ে পথসভা করে গোটা ঘটনার জন্য সিপিএম ও বিজেপিকে কাঠগড়ায় তুলে অভিযুক্ত নেতাকে ঢালাও সার্টিফিকেটও দিলেন বিধায়ক।
তাঁর দাবি, বিভিন্ন সভা বা বৈঠকে এমন উত্তপ্ত বাক্য বিনিময় হয়েই থাকে। কিন্তু সেই নিয়ে বিজেপি ও সিপিএম রাজনীতি করে কাদা ছেটানোর চেষ্টা করেছে। কালিদাস মুখোপাধ্যায় দোষ করে থাকলে তাঁর জন্য আইন, প্রশাসন ও দল ব্যবস্থা নেবে। বিজেপি ও সিপিএম কালিদাস মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এই অপপ্রচার করে আসলে তাঁর প্রোমোশন করে দিল। বিধায়কের এমন ভূমিকা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি ও সিপিএম।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 30, 2025 11:57 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অধ্যাপককে শাসানির অভিযোগ! অভিযুক্ত নেতাকে 'সার্টিফিকেট', উল্টে বিজেপি-সিপিএমকে আক্রমণ বিধায়কের