জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা! বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত যুবক, গুরুতর আহত আরও ১, কীভাবে ঘটল

Last Updated:

রাস্তা সংলগ্ন একটি ফ্লাইওভারের সামনে দাঁড়িয়ে ছিলেন। ঠিক সেই সময় একটি বেপরোয়া গতিতে আসা গাড়ি তাদের সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়

ফের জাতীয় সড়কে দুর্ঘটনার বলি 
ফের জাতীয় সড়কে দুর্ঘটনার বলি 
চাকদহ, নদিয়া, মৈনাক দেবনাথ: বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু এক যুবকের, আহত আরেক মেকানিক। নদিয়ার চাকদহে ফের মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। চাকদহ এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে এক বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের, গুরুতর জখম হয়েছেন আরও একজন। মৃতের নাম শ্যামল সরকার এবং আহতের নাম আলম মণ্ডল। দুজনেই পেশায় মেকানিক।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তারা রাস্তা সংলগ্ন একটি ফ্লাইওভারের সামনে দাঁড়িয়ে ছিলেন। ঠিক সেই সময় একটি বেপরোয়া গতিতে আসা গাড়ি তাদের সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্যামল সরকারের। গুরুতর জখম অবস্থায় আলম মণ্ডলকে দ্রুত উদ্ধার করে কল্যাণী জহরলাল নেহরু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দারা জানান, নদিয়ার ওই এলাকায় প্রায়ই বেপরোয়া গাড়ি চলাচল করে, অথচ নজরদারি প্রায় নেই বললেই চলে। প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে জাতীয় সড়কে দুর্ঘটনার হার আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। বেপরোয়া গতি ও অসচেতনভাবে রাস্তা পারাপারকে দুর্ঘটনার মূল কারণ বলেই মনে করছেন অনেকে। পুলিশ প্রশাসনের তরফে একাধিকবার সচেতনতার বার্তা দেওয়া হলেও এখনও হুঁশ ফেরেনি সাধারণ মানুষের।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখ্য, কালীপুজোর পর থেকে একের পর এক পথ দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে জাতীয় সড়ক থেকে। বেশ কিছুদিন আগেই একটি সিসিটিভি ফুটেছে ভাইরাল হয়েছিল, যেখানে দেখা গিয়েছে একটি চারচাকা গাড়ি বেপরোয়া গতিতে ছুটে এসে রাস্তার পাশে টাকা একটি লোককে ছিটকে ফেলে দেয়, ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। দিনের পর দিন যে হারে জাতীয় সড়কের পথ দুর্ঘটনা বাড়ছে তাতে আতঙ্কে রয়েছেন জাতীয় সড়ক দিয়ে চলাচলকারী নিত্য পথযাত্রীরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা! বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত যুবক, গুরুতর আহত আরও ১, কীভাবে ঘটল
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement