Road Accident: সিগন্যাল না মেনে এগোনোর চেষ্টা, পুলিশ ধাওয়া করায় চিকিৎসককে পিষে দিল ডাম্পার!
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
Road Accident: সিগন্যাল ভেঙে এগিয়ে যায় ডাম্পার। পাল্টা পুলিশ ধাওয়া করায় পিষে দিল বাইক আরোহীকে! সাত সকালে এমনই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল খড়গপুর গ্রামীণ এলাকা
পশ্চিম মেদিনীপুর: সিগন্যালে জ্বল জ্বল করে জ্বলছে লাল আলো। অথচ সেদিকে লক্ষ্য নেই ডাম্পার চালকের। যদিও অন্যান্য গাড়ি নিয়ম মেনেই সিগন্যালে দাঁড়িয়ে আছে। কিন্তু সে সবের তোয়াক্কা না করে সিগন্যাল ভেঙে এগিয়ে গেল ডাম্পার। পাল্টা পুলিশ ধাওয়া করায় পিষে দিল বাইক আরোহীকে! সাত সকালে এমনই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল খড়গপুর গ্রামীণ এলাকা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘাতক ডাম্পারটি সিগন্যাল না মেনে এগিয়ে যাওয়ার সময় প্রথমে এক বাইক আরোহীকে ধাক্কা মারে। কিছুটা এগোতেই তার পথ আটকায় স্থানীয়রা এবং দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ। তাতে না থেমে শাস্তির ঝুঁকি এড়াতে গাড়ি নিয়ে পিছিয়ে এসে সিগন্যাল মানার চেষ্টা করে ডাম্পার চালক। আর তা করতে গিয়েই ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। ধাক্কা লেগে মাটিতে পড়ে যাওয়া ব্যক্তিকে পিষে দেয় ডাম্পারটি। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির। এপরই উত্তেজিত হয়ে ওঠে জনতা। তারা পথ অবরোধ করে।
advertisement
আরও পড়ুন: স্বাধীনতার পর হয়েছিলেন বাংলার প্রথম খাদ্যমন্ত্রী, গান্ধি ঘনিষ্ঠ চারু ভান্ডারীর নাম শুনেছেন?
advertisement
প্রত্যক্ষদর্শীদের দাবি, ডাম্পার চালকের দায়িত্বজ্ঞানহীনতার কারণেই চাকার তলায় পিষ্ট হয়ে মৃত্যু হয় শহরের হোমিওপ্যাথি চিকিৎসক হরিপদ রাউতের (৬৭)। এই ভয়াবহ এই পথ-দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীণ থানার অধীনস্থ মোহনপুর ব্রীজ সংলগ্ন এলাকায়। ডাম্পারটি বালি বোঝাই ছিল বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত হোমিওপ্যাথি চিকিৎসক হরিপদবাবু সেই সময়ে বাইকে করে নিজের চেম্বারে যাচ্ছিলেন। তখনই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 24, 2024 1:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: সিগন্যাল না মেনে এগোনোর চেষ্টা, পুলিশ ধাওয়া করায় চিকিৎসককে পিষে দিল ডাম্পার!