Road Accident: সিগন্যাল না মেনে এগোনোর চেষ্টা, পুলিশ ধাওয়া করায় চিকিৎসককে পিষে দিল ডাম্পার!

Last Updated:

Road Accident: সিগন্যাল ভেঙে এগিয়ে যায় ডাম্পার। পাল্টা পুলিশ ধাওয়া করায় পিষে দিল বাইক আরোহীকে! সাত সকালে এমনই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল খড়গপুর গ্রামীণ এলাকা

ক্ষুব্ধ জনতা
ক্ষুব্ধ জনতা
পশ্চিম মেদিনীপুর: সিগন্যালে জ্বল জ্বল করে জ্বলছে লাল আলো। অথচ সেদিকে লক্ষ্য নেই ডাম্পার চালকের। যদিও অন্যান্য গাড়ি নিয়ম মেনেই সিগন্যালে দাঁড়িয়ে আছে। কিন্তু সে সবের তোয়াক্কা না করে সিগন্যাল ভেঙে এগিয়ে গেল ডাম্পার। পাল্টা পুলিশ ধাওয়া করায় পিষে দিল বাইক আরোহীকে! সাত সকালে এমনই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল খড়গপুর গ্রামীণ এলাকা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘাতক ডাম্পারটি সিগন্যাল না মেনে এগিয়ে যাওয়ার সময় প্রথমে এক বাইক আরোহীকে ধাক্কা মারে। কিছুটা এগোতেই তার পথ আটকায় স্থানীয়রা এবং দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ। তাতে না থেমে শাস্তির ঝুঁকি এড়াতে গাড়ি নিয়ে পিছিয়ে এসে সিগন্যাল মানার চেষ্টা করে ডাম্পার চালক। আর তা করতে গিয়েই ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা। ধাক্কা লেগে মাটিতে পড়ে যাওয়া ব্যক্তিকে পিষে দেয় ডাম্পারটি। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ব্যক্তির। এপর‌ই উত্তেজিত হয়ে ওঠে জনতা। তারা পথ অবরোধ করে।
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শীদের দাবি, ডাম্পার চালকের দায়িত্বজ্ঞানহীনতার কারণে‌ই চাকার তলায় পিষ্ট হয়ে মৃত্যু হয় শহরের হোমিওপ্যাথি চিকিৎসক হরিপদ রাউতের (৬৭)। এই ভয়াবহ এই পথ-দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীণ থানার অধীনস্থ মোহনপুর ব্রীজ সংলগ্ন এলাকায়। ডাম্পারটি বালি বোঝাই ছিল বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত হোমিওপ্যাথি চিকিৎসক হরিপদবাবু সেই সময়ে বাইকে করে নিজের চেম্বারে যাচ্ছিলেন। তখনই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
advertisement
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Road Accident: সিগন্যাল না মেনে এগোনোর চেষ্টা, পুলিশ ধাওয়া করায় চিকিৎসককে পিষে দিল ডাম্পার!
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement