Risky River Crossing: দড়ি টেনে নৌ পারাপার! সুন্দরবনের কেল্লায় আজব যাতায়াত

Last Updated:

Risky River Crossing: পিয়ালী নদী পারাপারের ক্ষেত্রে ভরসা যাত্রীরাই। তাঁরাই মিলেমিশে দড়ি টেনে নৌকা এক পার থেকে আরেক পারে নিয়ে যান

+
এভাবেই

এভাবেই পারাপার

দক্ষিণ ২৪ পরগনা: জয়নগর ও কুলতলি, সুন্দরবনের এই দুই অঞ্চলের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে পিয়ালী নদী৷ যে নদী পারাপার করতে দুই পাড়ের মানুষজনের ভরসা দাঁড়বিহীন ডিঙি নৌকা। নদীর দুই পাড়ে বাঁধা দড়িতে টান দিয়ে নদীর একপ্রান্ত থেকে আরেক প্রান্তে নৌকা পারাপার করে৷ এতে কোনও মাঝি থাকে না ৷
পিয়ালী নদী পারাপারের ক্ষেত্রে ভরসা যাত্রীরাই। তাঁরাই মিলেমিশে দড়ি টেনে নৌকা এক পার থেকে আরেক পারে নিয়ে যান৷ গোটা বিষয়টা এই ঝুঁকি নিয়ে হয়। স্থানীয়দের অভিযোগ, এই নিয়ে স্থানীয় প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনও সুরাহা হয়নি৷
advertisement
পিয়ালী নদীর একপ্রান্তে রয়েছে জয়নগর থানা এলাকার চন্দনেশ্বর পঞ্চায়েত৷ আর অন্যপ্রান্তে কুলতলি থানার মেরিগঞ্জ-১ গ্রাম পঞ্চায়েত৷ এই দুই পঞ্চায়েত এলাকার মানুষজনকে এইভাবেই জীবনের ঝুঁকি নিয়ে পিয়ালী নদী পারাপার করতে হয়। মূলত, কুলতলির মেরিগঞ্জ-১ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের এই দড়ি টানা ডিঙি নৌকা ব্যবহার করতে হয় ৷ প্রতিদিন প্রায় চারশো মানুষ এইভাবে নদী পারাপার করেন৷ কেউ অসুস্থ হলে বা গর্ভবতীকে হাসপাতালে নিয়ে যেতে হলে এভাবেই নদী পাড় হতে হয়৷
advertisement
বর্ষাকালে এইভাবে নদী পার হওয়াটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে৷ এই পরিস্থিতিতে নদীর দুই পাড়ের বাসিন্দারা পিয়ালী নদীর উপর একটি স্থায়ী কংক্রিটের সেতু তৈরির দাবি তুলেছেন।
সুমন সাহা
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Risky River Crossing: দড়ি টেনে নৌ পারাপার! সুন্দরবনের কেল্লায় আজব যাতায়াত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement