East Bardhaman News: প্রশাসনিক ছোঁয়ায় প্রাণ পেল লুপ্তপ্রায় ঢেঁকি! স্বনির্ভরতার নয়া রূপরেখা বর্ধমানের সৃষ্টিশ্রী মেলায়

Last Updated:

Bardhaman Srishtishree Mela: বর্ধমানে শুরু হয়েছে পঞ্চম জেলা সৃষ্টিশ্রী মেলা। যা চলবে আগামী ১২ জানুয়ারী পর্যন্ত। মেলার ভিড়ে সগৌরবে জায়গা করে নিয়েছে সাবেকি ঢেঁকি। ক্রেতাদের চোখের সামনে ঢেঁকিতে চাল কুটে বিশুদ্ধ চালের গুঁড়ো বিক্রি করা হচ্ছে।

+
বর্ধমান

বর্ধমান সৃষ্টিশ্রী মেলায় দেখা মিলল ঢেঁকির

পূর্ব বর্ধমান, সায়নী সরকার: গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন করে ফিরিয়ে আনতে এক অভিনব উদ্যোগ পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের। যান্ত্রিক সভ্যতার আগ্রাসনে আজ প্রায় স্তব্ধ গ্রাম বাংলার চিরচেনা সেই ‘ধুপধাপ’ শব্দ। কিন্তু বেশ কিছু গ্রামে এখনও কান পাতলে শোনা যায় ঢেঁকির সেই শব্দ। পৌষ সংক্রান্তি এলেই প্রত্যন্ত গ্রাম মনে করিয়ে দেয় সেই প্রাচীন ঐতিহ্যের কথা। সেই ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং গ্রামীণ সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে বর্ধমান শহরের সৃষ্টিশ্রী মেলায় দেখা মিলল ঢেঁকির। আর ঐতিহ্যের প্রতি সম্মান জানাতে ও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের উৎসাহিত করত ঢেঁকিতে পাড় দিলেন খোদ জেলাশাসক।
শুধু পৌষ পার্বণ বলে নয়, মাঝে মাঝেই গ্রামগঞ্জের একাধিক বাড়ি থেকে ভেসে আসত ‘ধূপধাপ’ ঢেঁকির শব্দ। তবে বর্তমানে ঢেঁকির জায়গা দখল করেছে আধুনিক যন্ত্রপাতি আর তাতেই তৈরি হচ্ছে সহজলভ্য চালের গুঁড়ো। আধুনিক যন্ত্রপাতির ভিড়ে হারিয়ে যেতে বসেছে ঢেঁকি আর তার বিশুদ্ধ স্বাদ।কিন্তু পুরোনো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে ও গ্রামের মহিলাদের স্বনির্ভর করতে বিশেষ উদ্যোগ নিয়েছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন।
advertisement
আরও পড়ুনঃ সাধারণ কলমে অসাধারণ ছোঁয়া! পুরুলিয়ার গৃহবধূর হাতে তৈরি কৃত্রিম ডায়মন্ডের কলম, এ জিনিস আগে দেখেননি, উপহারের জন্য সেরা
বর্ধমানে শুরু হয়েছে পঞ্চম জেলা সৃষ্টিশ্রী মেলা। যা চলবে আগামী ১২ জানুয়ারী পর্যন্ত। এই মেলায় পূর্ব বর্ধমান জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকেও নিজেদের হাতের তৈরি জিনিস নিয়ে এসেছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। মোট ৯০টি স্টল রয়েছে মেলায়। আর এই মেলায় নজর কেড়েছে রায়না ২ নম্বর ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর একটি স্টল। আধুনিক মেশিনের ভিড়ে সেখানে সগৌরবে জায়গা করে নিয়েছে সাবেকি ঢেঁকি। ক্রেতাদের চোখের সামনেই সেই ঢেঁকিতে চাল কুটে তৈরি করা হচ্ছে বিশুদ্ধ চালের গুঁড়ো। যা বিক্রি করা হচ্ছে মেলাতেই। এতে একদিকে যেমন বাড়ছে ক্রেতাদের আগ্রহ তেমনই চোখের সামনে দেখতে পাচ্ছেন তারা কেমন করে তৈরি হচ্ছে এই চালের গুড়ো।
advertisement
advertisement
আরও পড়ুনঃ কাটোয়া পৌর সম্প্রীতি মেলায় নতুন স্বাদের পিঠের বাহার, কোনটা ছেড়ে কোনটা খাবেন! চোখের নিমেষে চেটেপুটে সাফ
রুবি মন্ডল বলেন, ‘আমি একজন SHG গ্রুপের সদস্যা। আমরা বর্তমানে যে জিনিসগুলো খাচ্ছি সেগুলির মধ্যে ভেজাল থাকছে তাই খাঁটি জিনিস সকলের কাছে পৌঁছে দিতে ও পুরোনো ঐতিহ্যকে ধরে রাখতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। কারখানায় যে চালের গুড়ি হয় সেখানে স্বাস্থ্যের দিকে নজর দেওয়া হয় না কিন্তু আমরা ঢেঁকিতে স্বাস্থ্যের দিন বিবেচনা করি এবং ভেজাল ছাড়া চালের গুঁড়ো তৈরি করি।’ স্বনির্ভর গোষ্ঠীর নাসিমা খাতুন বলেন, ‘আগেও আমরা ব্যবসা করতাম কিন্তু সেভাবে লাভ হত না। বর্তমানে সরকারি উদ্যোগে ট্রেনিং নিয়ে ব্যবসা ভাল হচ্ছে। আমরা ঢেঁকির মাধ্যমেই চালের গুড়ো তৈরি করি।’
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
হারিয়ে যাওয়া ঢেঁকির শব্দ আজ স্বনির্ভরতার নতুন গান শোনাচ্ছে বর্ধমানের এই মেলা প্রাঙ্গণে। একদিকে ঐতিহ্যের সংরক্ষণ আর অন্যদিকে ভেজালমুক্ত খাদ্যের নিশ্চয়তা দুই লক্ষ্যেই সফল পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের এই অভিনব উদ্যোগ। আর নাসিমা খাতুনদের মতো হাজারো নারীর হাতের ছোঁয়ায় বেঁচে থাকুক গ্রামবাংলার হৃতগৌরব।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Bardhaman News: প্রশাসনিক ছোঁয়ায় প্রাণ পেল লুপ্তপ্রায় ঢেঁকি! স্বনির্ভরতার নয়া রূপরেখা বর্ধমানের সৃষ্টিশ্রী মেলায়
Next Article
advertisement
‘২০ হাজার দিলেই বিয়েতে রাজি বিহারের মেয়েরা’! উত্তরাখণ্ডের মন্ত্রীর স্বামীর মন্তব্যে বিতর্ক
‘২০ হাজারেই বিয়েতে রাজি বিহারের মেয়েরা’! উত্তরাখণ্ডের মন্ত্রীর স্বামীর মন্তব্যে বিতর্ক
  • উত্তরাখণ্ড মন্ত্রীর স্বামীর বিহারী নারীদের নিয়ে মন্তব্যে তীব্র বিতর্ক, বিভিন্ন মহলের নিন্দা.

  • BSWC ও মহিলা কংগ্রেস মন্তব্যের নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে.

  • গির্ধারী লাল সাহু দাবি করেন, তাঁর বক্তব্য বিকৃত হয়েছে এবং তিনি মহিলাদের সর্বোচ্চ সম্মান করেন.

VIEW MORE
advertisement
advertisement