Purulia News: সাধারণ কলমে অসাধারণ ছোঁয়া! পুরুলিয়ার গৃহবধূর হাতে তৈরি কৃত্রিম ডায়মন্ডের কলম, এ জিনিস আগে দেখেননি, উপহারের জন্য সেরা
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Purulia News: সাধারণ একটি কলমও যে সৃজনশীলতার ছোঁয়ায় পরিণত হতে পারে চোখ ধাঁধান শিল্পকর্মে, তারই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন পুরুলিয়ার গৃহবধূ। বাজার থেকে কেনা ৫০ টাকার পেনকে রূপ দিচ্ছেন কৃত্রিম ডায়মন্ডের কলমের।
পুরুলিয়া, শান্তনু দাস: সাধারণ একটি কলমও যে সৃজনশীলতার ছোঁয়ায় পরিণত হতে পারে চোখ ধাঁধান শিল্পকর্মে, তারই উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন পুরুলিয়ার এক গৃহবধূ। রঘুনাথপুরের সেনেড়া গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা মালা সূত্রধর নিজের মেধা, দক্ষতা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তৈরি করছেন অভিনব কৃত্রিম ডায়মন্ডের কলম, যা ইতিমধ্যেই বহু মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।
মাত্র ৫০ টাকায় বাজার থেকে সাধারণ কলম কিনে সেগুলিকে তিনি নিজের হাতে কৃত্রিম ডায়মন্ডের নান্দনিক নকশায় সাজিয়ে তুলছেন। ঝকঝকে ও আকর্ষণীয় এই কলমগুলি যেমন দেখতে সুন্দর, তেমনই ব্যবহারেও সম্পূর্ণ উপযোগী। বিশেষ করে উপহার সামগ্রী হিসেবে এই ডায়মন্ড কলমগুলি ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে বিভিন্ন মহলে।
আরও পড়ুনঃ কাটোয়া পৌর সম্প্রীতি মেলায় নতুন স্বাদের পিঠের বাহার, কোনটা ছেড়ে কোনটা খাবেন! চোখের নিমেষে চেটেপুটে সাফ
গৃহবধূ মালা সূত্রধর জানান, “বাজার থেকে ৫০ টাকার কলম কিনে এনে আমি এবং আমার স্বনির্ভর গোষ্ঠীর অন্যান্য সদস্যারা কৃত্রিম ডায়মন্ড দিয়ে সাজিয়ে এই কলমগুলো তৈরি করি। পরিশ্রম ও সময়ের কথা মাথায় রেখে প্রতিটি কলমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৬০ টাকা।”
advertisement
advertisement
আরও পড়ুনঃ শীতের রাতে ঘাম ঝরাতে ব্যাডমিন্টনের জুড়ি মেলা ভার! যুব সমাজের মোবাইল আসক্তি কাটাতে কান্দিতে জমজমাট প্রতিযোগিতার আয়োজন
সংসারের কাজের পাশাপাশি এই উদ্যোগ গ্রহণ করে মালা সূত্রধর আর্থিক স্বাবলম্বিতার পথে এগিয়ে চলেছেন এখন। সংসারের দৈনন্দিন কাজের পাশাপাশি এই উদ্যোগ গ্রহণ করে মালা সূত্রধর আজ আর্থিক স্বাবলম্বিতার পথে এগিয়ে চলেছেন। ধীরে ধীরে তাঁর তৈরি কৃত্রিম ডায়মন্ডের কলমের চাহিদা বাড়ছে বাজারে। যা প্রমাণ করে, সঠিক পরিকল্পনা ও সৃজনশীলতা থাকলে ঘরে বসেই গড়ে তোলা সম্ভব সফল উদ্যোগ।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মালা সূত্রধরের এই সাফল্য শুধুমাত্র একটি ব্যবসায়িক গল্প নয়, বরং বহু গৃহবধূর কাছে এক শক্তিশালী অনুপ্রেরণা। তাঁর জীবনসংগ্রাম ও সাফল্য দেখিয়ে দিচ্ছে, ইচ্ছাশক্তি, পরিশ্রম এবং সৃজনশীলতা থাকলে ছোট উদ্যোগও বড় স্বপ্নের দিশা দেখাতে পারে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Jan 03, 2026 3:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: সাধারণ কলমে অসাধারণ ছোঁয়া! পুরুলিয়ার গৃহবধূর হাতে তৈরি কৃত্রিম ডায়মন্ডের কলম, এ জিনিস আগে দেখেননি, উপহারের জন্য সেরা







