Paddy cultivation: মহাবিপদ! ধানে অঙ্কুর বেরিয়েছে, সেই সময়ই ঘটল ভয়ঙ্কর সমস্যা
- Published by:Pooja Basu
- local18
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
Last Updated:
Purulia News Dhan Chas: বৃষ্টির জেরে ৬৫ শতাংশ ক্ষতি হয়েছে পুরুলিয়া দু নম্বর ব্লকের ধান জমির , মাথায় হাত চাষিদের!
পুরুলিয়া: ঘূর্ণিঝড়ের জেরে টানা তিন দিন বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। সেই তালিকা থেকে বাদ যায়নি পুরুলিয়া জেলাও। জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে ওই তিন দিনে। যার ফলে ব্যাপক ক্ষয় ক্ষতির মুখে পড়েছে চাষিরা। বৃষ্টির ফলে ধান কাটার মরশুমে জেলার অধিকাংশ জায়গার জমিতেই জল রয়ে গিয়েছে। যে জমিগুলি এক ফসলি সেগুলিতে জল জমার ফলে চাষিদের মাথায় হাত পড়েছে।
মাঠের ধান মাঠেই নষ্ট হতে চলেছে এমনই আশংকাতেই রয়েছেন তারা। যদিও কৃষি দফতর থেকে চাষিদের আশ্বাস দেওয়া হয়েছে সমস্ত রকম সহযোগিতা করার। জেলা কৃষি দফতর সুত্রে জানা গিয়েছে , এই অসময়ে বৃষ্টির জেরে বহু ফসলনষ্ট হয়ে গিয়েছে। কেউ , কেউ ধান কেটে বাড়িতে নিয়ে গেলেও তা রক্ষা করতে পারেনি। জমিতে যে ধান পড়েরয়েছে সেই ধানে কোথাও , কোথাও অঙ্কুর দেখা দিয়েছে।
advertisement
আরও পড়ুনSodium Potassium Balance: ডায়বেটিসের যম, সোডিয়াম এবং পটাসিয়ামের ভারসাম্যও নষ্ট হতে দেবে না! নারকেল জল খান নিয়মিত
জেলা কৃষি দফতরের পক্ষ থেকে জেলার বিভিন্ন এলাকায় সরজমিনে ফসলের অবস্থা দেখতে নেমেছেন প্রতিনিধিরা। কৃষি অধিকারিরা পুরুলিয়া দুই নম্বর ব্লকের মনিপুর অঞ্চলের বিভিন্ন গ্রামে যান , সেখাকার পরিস্থিতি খতিয়ে দেখেন।এ বিষয়ে কৃষি আধিকারিক সজল পতি বলেন , এই বৃষ্টির কারণে জেলার বিভিন্ন প্রান্তে কৃষকদের অনেকটাই ক্ষতি হয়েছে। পুরুলিয়া দু নম্বর ব্লকের কৃষকদের বহু ক্ষতি হয়েছে। প্রায় ৬৫ শতাংশ ধানের ক্ষতি হয়েছে এখানকার কৃষকদের।
advertisement
advertisement
অনেকেরই ধান কাটা অবস্থায় জমিতে পড়েছিল বৃষ্টির ফলে সেই ধান এক প্রকার নষ্ট হয়ে গিয়েছে। সমস্ত রিপোর্ট রাজ্য সরকার ও বীমা সংস্থাকেও পাঠানো হয়েছে। এ বিষয়ে এক কৃষক বলেন , এই বৃষ্টির ফলে তার অনেক ক্ষতি হয়ে গিয়েছে। ধানে অঙ্কুর বেরিয়ে গিয়েছে। ধার দেনা করে সে জমিতে চাষ করেছিল। সরকার থেকে যদি আর্থিক সহায়তা না পাওয়া যায় তাহলে বিপাকে পড়তে হবে তাকে।
advertisement
আরও পড়ুনDogs Marriage Dress: কুকুরের বিয়েতে ডিজাইনার পোশাক কেনার চল! মিলছে পোষ্যের শেরওয়ানি থেকে আধুনিক ড্রেস
পুরুলিয়া জেলায় চাষের কাজ সেইভাবে হয় না বললেই চলে। যদিও কিছু জায়গায় চাষের কাজ হয় সেই সব জমিগুলি বেশিরভাগই এক ফসলি। তার আকস্মিক এই বৃষ্টির ফলে অনেকখানি ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন জেলার কৃষকেরা। চিন্তার ভাঁজ পড়েছে কৃষকদের কপালে।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 10, 2023 1:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Paddy cultivation: মহাবিপদ! ধানে অঙ্কুর বেরিয়েছে, সেই সময়ই ঘটল ভয়ঙ্কর সমস্যা