বৃষ্টির ঘাটতি, আমনে লক্ষ্যমাত্রা ছুঁতে পারল না রাজ্যের শস্যভান্ডার 

Last Updated:

Rice Agriculture: এবার কি তবে চালের দাম বাড়বে?

#বর্ধমান: বৃষ্টির ঘাটতি থেকেই গেল। তাই আমন ধান চাষে লক্ষ্যমাত্রা ছুঁতে পারল না রাজ্যের শস্য ভান্ডার পূর্ব বর্ধমান জেলা। গত কয়েক দিনে কিছুটা বৃষ্টি হওয়য় ধান রোয়ার কাজে কিছুটা গতি এসেছিল। তবে তা লক্ষ্যমাত্রার অনেকটাই পিছনে থেকে গেল বলেই জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন- অনুব্রতহীন বীরভূম! দখল নিতে মরিয়া গেরুয়া শিবির
এখন কত পরিমাণ জমি ধান রোয়ার বাইরে থেকে গেল, তা জানতে ব্লকগুলির কাছ থেকে রিপোর্ট চাওয়া হবে। সেইসব জমিতে কৃষকদের ডাল ও তৈলবীজ চাষের পরামর্শ দেবে কৃষি দপ্তর।
গত বছর জুলাই মাসে ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছিল পূর্ব বর্ধমান জেলায়। সেই জায়গায় এবার জুলাই মাসের বৃষ্টি মিলেছে মাত্র ১০৩.৫ মিটার। জুলাইয়ের ঘাটতি অগাস্টে অনেকটাই মিটিয়ে দেবে বলে আশা করেছিলেন কৃষকরা। কিন্তু তাদের সেই আশা পূর্ণ হয়নি।
advertisement
advertisement
এখনও পর্যন্ত এই জেলায় ১৩৫ দশমিক পাঁচ মিলিমিটার বৃষ্টি হয়েছে। কৃষকরা বলছেন, দু এক জায়গায় ভারী বর্ষণ হলেও বেশিরভাগ ক্ষেত্রেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ায় জমিতে জল দাঁড়াচ্ছে না। অথচ এখন জমিতে দাঁড়িয়ে থাকার মতো জল প্রয়োজন।
সাধারণত ১৫  অগাস্টের মধ্যে জেলায় আমন ধান রোয়ার কাজ শেষ করে ফেলার কথা। এর পরে ধান রোয়া হলে ফলন ভালো হয় না বলেই অভিজ্ঞ কৃষকরা জানিয়েছেন। তা ছাড়া দামোদর তীরবর্তী এলাকা কালনা মহকুমার একটা বড় অংশে উন্নতমানের আলু চাষ হয়। ধান চাষে দেরি হলে আলু চাষ পিছিয়ে পড়ার একটা আশঙ্কা থেকেই যায়।
advertisement
আরও পড়ুন- বন্দি দশা থেকে মুক্তির আকুতি, মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধানাগার থেকে মুক্ত ১০ বন্দি
জেলা কৃষি দপ্তর সূত্রেজানা গিয়েছে পূর্ব বর্ধমান জেলায় ৩ লক্ষ আশি হাজার হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়। সেখানে এখনও পর্যন্ত তিন লক্ষ ৩২ হাজার ৩৩৩ সেক্টর জমিতে ধান রোয়ার কাজ সম্পূর্ণ হয়েছে। সব মিলিয়ে  সাড়ে তিন লক্ষ হেক্টর জমিতে ধান রোয়া হবে বলে আশাবাদী কৃষি দপ্তর। তবে বৃষ্টির যে একটা ঘাটতি থেকেই যাচ্ছে তা মানছেন আধিকারিকরা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বৃষ্টির ঘাটতি, আমনে লক্ষ্যমাত্রা ছুঁতে পারল না রাজ্যের শস্যভান্ডার 
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement