তিলোত্তমার বিচারের দাবিতে শরীরের রক্ত দিয়ে... পানিহাটিতে যুবকবৃন্দ যা করে দেখালেন, জ্বলল প্রতিবাদের অগ্নিশিখা
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
তিলোত্তমার বিচার চেয়ে নিজেদের শরীরের রক্ত দিয়ে পোস্টার লিখলেন পানিহাটির একদল প্রতিবাদী যুবকবৃন্দ।
পানিহাটি, উত্তর ২৪ পরগণা, সুবীর দেঃ দেখতে দেখতে একটা বছর কেটে গিয়েছে। কিন্তু বিচার এখনও অধরা। এই আক্ষেপ নিয়েই ফের পথে নামার সিদ্ধান্ত নিলেন তিলোত্তমার মা-বাবা। ৯ অগাস্ট, শনিবার তাঁরা ডাক দিয়েছেন নবান্ন অভিযানের। উদ্দেশ্য একটাই ‘ন্যায় বিচার চাই’। তিলোত্তমার বিচার চেয়ে নিজেদের শরীরের রক্ত দিয়ে পোস্টার লিখলেন পানিহাটির একদল প্রতিবাদী যুবকবৃন্দ। আর সেই রক্ত দিয়ে লেখা পোস্টার নিয়ে নবান্ন অভিযানে সামিল হলেন তাঁরা।
নিজেদের শরীরের রক্ত দিয়ে পোস্টার লিখে প্রতিবাদ পানিহাটিতে। সেই পোস্টার হাতে তিলোত্তমার ন্যায় বিচারের দাবি নিয়ে নবান্নের দিকে রওনা দিলেন পানিহাটির এক দল প্রতিবাদী যুবক। রক্ত দিয়ে পোস্টার লিখে আন্দোলনের আগুনকে যেন আরও চড়িয়ে দিয়েছেন তাঁরা। সেই পোস্টার হাতে নিয়েই নবান্ন অভিযানের পথে প্রতিবাদীরা। দাবি একটাই, ছিনিয়ে আনতে হবে বিচার।
advertisement
আরও পড়ুনঃ ‘ডাক্তার দিদিমণি’-কে এখনও ভুলতে পারেনি মধ্যমগ্রামবাসী, আজও চোখে ভাসে মুক্ত ঝরা হাতের লেখা
তিলোত্তমার বাবা মা তাঁদের একমাত্র মেয়ের মৃত্যুদিনে বিচারের দাবিতে নবান্ন অভিযানের ডাক দিয়েছেন। সেই অভিযানে যোগ দিতে নিজেদের রক্ত দিয়ে পোস্টারে শ্লোগান লিখলেন পানিহাটির প্রতিবাদী যুবকবৃন্দ। পানিহাটির অমরাবতী থেকে সোজা নবান্নের পথে রওনা দিয়েছেন তাঁরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ রাত নামলেই…! বাড়ি থেকে বেরতে ভয় পাচ্ছে মানুষ! ‘এই’ এলাকায় যাওয়ার আগে সাবধান
এদিনের নবান্ন অভিযানে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পালরা। নবান্ন অভিযান ঘিরে তুমুল উত্তেজনা। আন্দোলনকারীদের উপর পুলিশের লাঠিচার্জ করার অভিযোগ। একশোর বেশি আন্দোলনকারী আহত হয়েছেন বলে অভিযোগ তুললেন বিরোধী দলনেতা। পুলিশের বাধা পেয়ে রাস্তাতেই বসে পড়েন শুভেন্দুরা। সব মিলিয়ে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 09, 2025 4:05 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
তিলোত্তমার বিচারের দাবিতে শরীরের রক্ত দিয়ে... পানিহাটিতে যুবকবৃন্দ যা করে দেখালেন, জ্বলল প্রতিবাদের অগ্নিশিখা