Murder : ২ মাস ধরে নিখোঁজ স্বামী, মিসিং ডায়েরি স্ত্রীর, এর পর পুলিশ মাটি খুড়তেই 'সর্বনাশ'
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Extra Marital : একটি খুনের ঘটনার তদন্তে নেমে উদ্ধার হল কঙ্কাল।জানা গেল দু'মাস আগে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে 'খুন' করেছিল স্ত্রী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে
উস্থি : একটি খুনের ঘটনার তদন্তে নেমে উদ্ধার হল কঙ্কাল। জানা গেল, দু’মাস আগে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন করেছিল স্ত্রী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
দীর্ঘ দু’মাস পর স্থানীয় একটি পেয়ারাবাগান থেকে মৃত স্বামীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি উস্তির শিবপুরের। রোমহর্ষক এই ঘটনা হার মানাবে সিনেমাকেও।
উস্তি থানার হরিহরপুরের বাসিন্দা পেশায় কাঠের ব্যবসায়ী মহসিন হালদার। দু’মাসের বেশি সময় ধরে তিনি নিখোঁজ হয়ে রয়েছেন। পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়েছিল। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েও খোঁজ মেলেনি মহসিন হালদারের। এদিকে, বিভিন্ন সূত্র থেকে তথ্যের মাধ্যমে মহসিনের এক কর্মচারী হাবিবুলার খোঁজ পায়।
advertisement
advertisement
জানাজানি হয়, ওই কাঠের ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে হাবিবুল্লার পরকীয়ার কথা। এর পরেই মৃতের স্ত্রী তনুজা বিবিকে গ্রেফতার করে পুলিশ।
হাবিবুল্লার সঙ্গে তনুজা বিবির পরকীয়া সম্পর্কে পথের কাঁটা হয়ে পড়েছিলেন মহসিন হালদার। এর পর তাঁকে সরানোর জন্য পরিকল্পনা করে দু’জনে।
মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে হাবিবুল্লাকে খুন করে মহসিন। সেই খুনে সাহায্য করেছিল তনুজা। এর পর মৃতদেহ শিবপুর এলাকায় স্কুলের পাশে পেয়ারাবাগানে পুঁতে দেওয়া হয়। কোনওরকম সন্দেহ যাতে না হয়, সে জন্য তনুজাই থানায় গিয়ে স্বামীর নিখোঁজের অভিযোগ দায়ের করেছিলেন।
advertisement
আরও পড়ুন- ৭০ বছরের ক্লান্ত দেহ! বীরভূমের এই ব্যারেজ জুড়ে ফাটল!
এই নিয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার(জোনাল) মিতুন কুমার দে জানান, মহসিনের স্ত্রী তনুজাই স্বামীকে বেশ কিছুদিন ধরে পাওয়া যাচ্ছে না বলে পুলিশকে জানিয়েছিল। ঘটনার তদন্তে নেমে উস্তি থানার পুলিশ বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ চালায়।
মহসিনের বছর ২৫-এর ছেলে তৈয়ব আলি হালদারকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এর পরই গ্রেপ্তার করা হয় হাবিবুল্লাকে। তনুজাকেও গ্রেপ্তার করা হয়েছে। দু’জনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ মহসিনের কঙ্কাল উদ্ধার করেছে। কঙ্কাল ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
advertisement
-নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 05, 2025 12:04 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murder : ২ মাস ধরে নিখোঁজ স্বামী, মিসিং ডায়েরি স্ত্রীর, এর পর পুলিশ মাটি খুড়তেই 'সর্বনাশ'