৭০ বছরের ক্লান্ত দেহ! বীরভূমের এই ব্যারেজ জুড়ে ফাটল! বিপদের ভ্রুকুটি দেখে নড়েচড়ে বসল রাজ্য

Last Updated:
বীরভূমের ৭০ বছরের পুরনো তিলপাড়া ব্যারেজে বাড়ছে ফাটল। জলচাপ সামলাতে হিমশিম খাচ্ছে প্রশাসন।
1/5
তিলপাড়া ব্যারেজে ফাটল ক্রমশ বাড়ছে। ময়ূরাক্ষী নদীর জলস্তর বৃদ্ধির ফলে জল ছাড়তে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জলবিভাজিকা। পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় জেলা প্রশাসন ও রাজ্য সেচ দফতরের মধ্যে শুরু হয়েছে তৎপরতা।
বীরভূম, সুদীপ্ত গড়াইঃ তিলপাড়া ব্যারেজে ফাটল ক্রমশ বাড়ছে। ময়ূরাক্ষী নদীর জলস্তর বৃদ্ধির ফলে জল ছাড়তে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জলবিভাজিকা। পরিস্থিতি উদ্বেগজনক হওয়ায় জেলা প্রশাসন ও রাজ্য সেচ দফতরের মধ্যে শুরু হয়েছে তৎপরতা।
advertisement
2/5
দেশের অন্যতম জলাধার বিশেষজ্ঞ জুলফিকার আহমেদ ব্যারেজ এলাকা ঘুরে দেখেন। তিনি পর্যালোচনা করেন ব্যারেজের নকশা ও পুরনো নথিপত্র। তাঁর পরামর্শে বর্ষায় অস্থায়ী ও খরায় স্থায়ী সংস্কারের পরিকল্পনা গৃহীত হয়।
দেশের অন্যতম জলাধার বিশেষজ্ঞ জুলফিকার আহমেদ ব্যারেজ এলাকা ঘুরে দেখেন। তিনি পর্যালোচনা করেন ব্যারেজের নকশা ও পুরনো নথিপত্র। তাঁর পরামর্শে বর্ষায় অস্থায়ী ও খরার সময়ে স্থায়ী সংস্কারের পরিকল্পনা গৃহীত হয়েছে। ছবি ও তথ্যঃ সুদীপ্ত গড়াই
advertisement
3/5
ফাটলের কারণে ভারী যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শুধু ধীরগতিতে বাইক ও ছোট গাড়িকে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। ব্রিজের উপর পুলিশি নজরদারি জোরদার হয়েছে এবং যাত্রীবাহী বাসগুলিকে আগেই থামিয়ে যাত্রী নামানো হচ্ছে।
ফাটলের কারণে ভারী যান চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শুধু ধীরগতিতে বাইক ও ছোট গাড়িকে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। ব্রিজের উপর পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। যাত্রিবাহী বাসগুলিকে ব্রিজের মুখে থামিয়ে যাত্রীদের নামানো হচ্ছে। ছবি ও তথ্যঃ সুদীপ্ত গড়াই
advertisement
4/5
প্রায় ৭০ বছর আগের তৈরি এই ব্রিজ ২০০০ সালের বন্যার সময়েই প্রথমবার ক্ষতিগ্রস্ত হয়। সেই সময় আংশিক মেরামত হলেও পরবর্তী সময়ে রক্ষণাবেক্ষণ হয়নি। ২০২৩ সালের নভেম্বর মাসে পরিদর্শন ও টেন্ডার হলেও সংস্কার শুরু হয়নি।
প্রায় ৭০ বছর আগের তৈরি এই ব্রিজ ২০০০ সালের বন্যার সময়ে প্রথমবার ক্ষতিগ্রস্ত হয়। সেই সময়ে আংশিক মেরামত হলেও পরবর্তী সময়ে রক্ষণাবেক্ষণ আর হয়নি। ২০২৩ সালের নভেম্বর মাসে পরিদর্শন ও টেন্ডার হলেও সংস্কার শুরু হয়নি। ছবি ও তথ্যঃ সুদীপ্ত গড়াই
advertisement
5/5
বিশেষজ্ঞর মতে, এখনই উপযুক্ত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বিপদের সম্ভাবনা অনেক বড়। প্রশাসনের সক্রিয়তায় কিছুটা স্বস্তি মিললেও, টেকসই সংস্কার ছাড়া ব্যারেজের ভবিষ্যৎ নিরাপদ নয়। সময় থাকতেই পদক্ষেপ নেওয়াই এখন একমাত্র উপায়।
বিশেষজ্ঞদের মতে, এখনই উপযুক্ত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বিপদের সম্ভাবনা অনেক বড়। প্রশাসনের সক্রিয়তায় কিছুটা স্বস্তি মিললেও, টেকসই সংস্কার ছাড়া ব্যারেজের ভবিষ্যৎ নিরাপদ নয়। তাই সময় থাকতে পদক্ষেপ নেওয়াই এখন একমাত্র উপায়। ছবি ও তথ্যঃ সুদীপ্ত গড়াই
advertisement
advertisement
advertisement