খরচ প্রায় আড়াই কোটি, শুরু হল বর্ধমান মেডিক্যালের আউটডোর সংস্কারের কাজ

Last Updated:

প্রায় চার দশক পর এই কাজে হাত পড়ল। রক্ষণাবেক্ষণের অভাবে আউটডোরের বাইরে ও ভিতরের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল

বর্ধমান: বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আউটডোরে সংস্কারের কাজ শুরু হল। প্রায় চার দশক পর এই কাজে হাত পড়ল। রক্ষণাবেক্ষণের অভাবে আউটডোরের বাইরে ও ভিতরের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। অনেক জায়গার প্লাস্টার খসে পড়ছিল। বাইরের জানলার সানসেট থেকে ঢালাই অংশ ছেড়েও পড়েছে বেশ কয়েকবার। দুর্ঘটনা না ঘটলেও আতঙ্ক ছড়িয়েছিল রোগী ও পরিবারের লোকেদের মধ্যে। অবশেষে শুরু হল পাঁচতলা এই বিল্ডিং সংস্কারের কাজ।
জানা গিয়েছে, এই কাজে ২ কোটি ৪০ লক্ষ টাকা ব্যায় ধরা হচ্ছে। রাজ্য স্বাস্থ্য দফতরের কাছ থেকে টাকাও চলে এসেছে। হাসপাতালের আউটডোর সংস্কারের জন্য বিষয়টি রোগীকল্যাণ সমিতির বৈঠকে আলোচনার জন্য তোলেন সুপার। প্রজেক্টারের মাধ্যমেও হাসপাতালের ভিতরের বেহাল অবস্থা তুলে ধরেছিলেন তিনি। তারপরেই রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান স্বপন দেবনাথ, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ কৌস্তভ নায়েক-সহ পূর্ত দফতরের আধিকারিকরা বিষয়টি নিয়ে স্বাস্থ্য ভবনে রিপোর্ট দেন। তারপর এই কাজে ছাড়পত্র দেয় স্বাস্থ্য দফতর।
advertisement
হাসপাতাল সুপার তাপস ঘোষ বলেন, '' ৩৭ বছর পরে আমরা হাসপাতালের বর্হিবিভাগের সংস্কারের কাজ শুরু করতে পেরেছি। রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। বিভিন্নভাবেই আমরা হাসপাতালের কিছু সমস্যার কথা রোগী কল্যাণ সমিতির বৈঠক-সহ রাজ্য স্বাস্থ্য দফতরের কাছে তুলে ধরেছিলাম। বিষয়টির গুরুত্ব বুঝেই সংস্কারের অনুমতি দিয়েছেন তারা। কাজও টেন্ডার প্রক্রিয়ার পরে শুরু হয়েছে। মাস দুয়েকের মধ্যেই আশা করছি এই কাজ শেষ হয়ে যাবে।''
advertisement
advertisement
বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য দুই বর্ধমান ছাড়াও পাশের জেলা বাঁকুড়া, বীরভূম, হুগলির একটা বড় অংশ থেকে রোগীরা আসেন। শুধু তাই নয়, রোগী আসে বিহার, ঝাড়খন্ড থেকেও। প্রতিদিন হাজার খানেক রোগী আউটডোরে চিকিৎসা করান। সেই বিল্ডিংয়ের স্বাস্থ্য ভঙ্গুর হয়ে গিয়েছিল। সংস্কারের ফলে সেই সমস্যা দূর হবে। বিল্ডিং-এর চাঙর ধসে রোগী বা তাঁদের আত্মীয়-স্বজনদের আহত হবার আশঙ্কা ছিল। হাসপাতাল মেরামতির কাজ শুরু হওয়ায় খুশি বাসিন্দারা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
খরচ প্রায় আড়াই কোটি, শুরু হল বর্ধমান মেডিক্যালের আউটডোর সংস্কারের কাজ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement