Purulia News : বাল্যবিবাহের বিরুদ্ধে লড়ে জিতেছিলেন, এখন রেখা কালিন্দীর হাতে উঠে এসেছ নতুন দায়িত্ব

Last Updated:

২০০৯ সালে ততকালীন রাষ্ট্রপতির প্রতিভা পাতিল তাঁকে 'সমাজ পরিবর্তনের দূত' আখ্যা দিয়েছিলেন। আজও যেন সেই কথাকেই বাস্তবায়িত করে চলেছেন রেখা। গোটা জঙ্গলমহলবাসীর গর্ব তিনি। ‌

+
জঙ্গল

জঙ্গল রক্ষায় পুরুলিয়া রেখা কালিন্দী

ঝালদা,  পুরুলিয়া: বাল্যবিবাহের বিরুদ্ধে লড়াই করে একসময় গোটা দেশের রোল মডেল হয়েছিলেন পুরুলিয়া রেখা কালিন্দী। তাঁর এই সাহসিকতার জন্য ঝুলিতে এসেছিল আন্তর্জাতিক স্বীকৃতি, পাঠ্যপুস্তকে স্থান ও রাষ্ট্রপতি সম্মান। আজও চলছে তাঁর লড়াই। তবে এবার এক অন্য রকম যুদ্ধ। এখন তাঁর হাতে বইয়ের বদলে রয়েছে লাঠি। উদ্দেশ্য জঙ্গল ও বন্যপ্রাণ রক্ষা। ‌ পুরুলিয়ার ঝালদা বনাঞ্চলে কলমা বিটে বনসহায়ক হিসেবে কাজ করছেন তিনি। ২৮ বছর বয়সী রেখার কোলে এখন ১৬ মাসের কন্যা সন্তান। ‌সেই সন্তানের দায়িত্ব সামলানোর পাশাপাশি চলছে তার বনাঞ্চল বাঁচানোর লড়াই।
প্রতিদিন পাহাড়-জঙ্গলে মধ্যে দিয়ে মেঠো পথ পেরিয়ে বন-জঙ্গল পাহারা দিচ্ছেন তিনি। তাঁর প্রচেষ্টায় বন্ধ হয়েছে এলাকায় গাছ কাটা। এই জঙ্গলে এখন দেখা যায় হরিণ, চিতাবাঘ, ভাল্লুকের পদচিহ্ন। আজ যেন রেখা সমাজ বদলের প্রতীক। এ বিষয়ে রেখা কালিন্দী বলেন, এককালে বাল্যবিবাহের বিরুদ্ধে লড়াই করেছিলাম। আজ লড়াই করছি জঙ্গলে। বন্যপ্রাণ বাঁচান ও গাছ বাঁচান যেন এখন জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। ছোট্ট মেয়েকে নিয়ে মাঝেমধ্যেই জঙ্গলে ঘুরে বেড়াতে হয়। কর্তব্য ও মাতৃত্ব একসঙ্গেই সামলাতে হয়। এই লড়াই কঠিন হলেও তার ভীষণই ভালোলাগা রয়েছে এই কাজের মধ্যে। ‌
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
রেখার এই লড়াইয়ের সর্ব সময়ের সঙ্গী তার স্বামী মণিন্দ্র কালিন্দী। স্ত্রীর কর্মকাণ্ডে গর্বিত তিনি। আগামী দিনেও স্ত্রীর পাশে সমস্ত দিক থেকে সহযোগিতা করার কথা বলেছেন তিনি। ‌এ বিষয়ে পুরুলিয়া বনবিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, রেখা কালিন্দী প্রতিনিয়ত যেভাবে কাজ করে চলেছেন তা প্রশংসনীয়। তার কাজে আমি গর্বিত। আগামী দিনে রেখা আরও ভালোভাবে কাজ করুক এটাই আমাদের কাম্য।
advertisement
২০০৯ সালে ততকালীন রাষ্ট্রপতির প্রতিভা পাতিল তাঁকে ‘সমাজ পরিবর্তনের দূত’ আখ্যা দিয়েছিলেন। আজও যেন সেই কথাকেই বাস্তবায়িত করে চলেছেন রেখা। গোটা জঙ্গলমহলবাসীর গর্ব তিনি। ‌
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News : বাল্যবিবাহের বিরুদ্ধে লড়ে জিতেছিলেন, এখন রেখা কালিন্দীর হাতে উঠে এসেছ নতুন দায়িত্ব
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement