ঘরের ছেলে স্টেশনে নামতেই রেড কার্পেট বিছিয়ে সংবর্ধনা! সত্যিকারের 'হিরো'-কে ঘিরে উচ্ছ্বাস

Last Updated:

সকাল ১১:৪৮ এর রানাঘাট-গেদে লোকাল আড়ংঘাটা স্টেশনে ঢুকতেই ট্রেন থেকে নেমে আসেন ২২ বছর ধরে দেশ সেবা করে আসা ভারতবর্ষের বীর সন্তান আড়ংঘাটার গর্ব শুভেন্দু বিশ্বাস। ট্রেন থেকে নামতেই ভারত মাতার জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আড়ংঘাটা স্টেশন। ফুলের মালা পরিয়ে শুভেন্দু বিশ্বাসকে বরণ করে নেন এদিনের অনুষ্ঠানের আয়োজক জয় জ‌ওয়ান কমিউনিটির সদস্যরা। এর পরেই স্টেশনের উপরেই লাল কার্পেট বিছিয়ে দেওয়া হয়

+
রেড

রেড কার্পেট সংবর্ধনা

আড়ংঘাটা, নদিয়া, মৈনাক দেবনাথ: এতদিন আপনারা আপনাদের প্রিয় নায়ককে দেখে এসেছেন বিভিন্ন সিনেমার পর্দায়। কিন্তু আসল নায়ককে কি কোনও দিন দেখেছেন? তাহলে এই মানুষটিকে দেখুন, যিনি শত্রুদের চোখে চোখ রেখে লড়াই করে দেশকে ২২ বছর ধরে রক্ষা করে এসেছেন। ইনি আর কেউ নন, ভারত মাতার বীর সন্তান শুভেন্দু বিশ্বাস।
দীর্ঘ ২২ বছর ভারত মাতার সেবা করে বুধবার অবসর গ্রহণ করে আড়ংঘাটার বাড়িতে ফিরলেন দেশের এই বীর সন্তান। তাঁর এই প্রত্যাবর্তনকে স্মরণীয় রাখতে বিশেষ আয়োজন করল আড়ংঘাটার মানুষ। আড়ংঘাটার জয় জ‌ওয়ান কমিউনিটির সদস্যদের আয়োজনে সকাল থেকেই আড়ংঘাটা স্টেশনে ছিল সাজো সাজো রব। দেশ ভক্তিতে যেন ভরে ছিল পুরো স্টেশন চত্বর।
advertisement
আরও পড়ুন: চা-পান দোকানের আড়ালে এ কী চলছিল! পুলিশ আসতেই সব জারিজুরি ফাঁস
তখন সকাল ১১ টা। ধীরে ধীরে ভিড় জমছে আড়ংঘাটা স্টেশনে। ব্যান্ডের বাজনায় মুখরিত হয়ে উঠেছে গোটা স্টেশন চত্বর। সবার মনেই কৌতুহল, কী হতে চলেছে? যদিও প্রায় কেউই আগাম বিষয়টি আন্দাজ করতে পারেনি। সকাল ১১:৪৮ এর রানাঘাট-গেদে লোকাল আড়ংঘাটা স্টেশনে ঢুকতেই ট্রেন থেকে নেমে আসেন ২২ বছর ধরে দেশ সেবা করে আসা ভারতবর্ষের বীর সন্তান আড়ংঘাটার গর্ব শুভেন্দু বিশ্বাস। ট্রেন থেকে নামতেই ভারত মাতার জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে আড়ংঘাটা স্টেশন। ফুলের মালা পরিয়ে শুভেন্দু বিশ্বাসকে বরণ করে নেন এদিনের অনুষ্ঠানের আয়োজক জয় জ‌ওয়ান কমিউনিটির সদস্যরা। এর পরেই স্টেশনের উপরেই লাল কার্পেট পেতে তাঁকে ফুলের তোড়া, মানপত্র দিয়ে সন্মানিত করা হয়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জানা গিয়েছে , দীর্ঘ ২২ বছর আগে পূর্ব আড়ংঘাটার সব্দালপুরের শুভেন্দু বিশ্বাস ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। ট্রেনিং পর্ব শেষে প্রথমেই তার পোস্টিং হয় সেকেন্দ্রাবাদে। অবসর গ্রহণ করবার পর সেই সেকেন্দ্রাবাদ থেকেই সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। হুড খোলা গাড়িতে জাতীয় পতকা হাতে বর্ণাঢ্য শোভাযাত্রার করে বাড়িতে নিয়ে যাওয়া হল ভারত মাতার এই বীর সন্তানকে। চোখের সামনে রিয়েল হিরোকে দেখতে পেয়ে ক্যামেরা বন্দি করতে ভুল করেনি পথ চলতি সাধারণ মানুষ। এদিকে এমন সংবর্ধনা পেয়ে খুশি শুভেন্দু’বাবু। তিনি জানিয়েছেন, অত্যন্ত সম্মানিত বোধ করছেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ঘরের ছেলে স্টেশনে নামতেই রেড কার্পেট বিছিয়ে সংবর্ধনা! সত্যিকারের 'হিরো'-কে ঘিরে উচ্ছ্বাস
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement