চা-পান দোকানের আড়ালে এ কী চলছিল! পুলিশ আসতেই সব জারিজুরি ফাঁস
- Published by:Kaustav
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
দীর্ঘদিন ধরে নিজের চা, পান ও ভূশিমালের দোকানের আড়ালে বেআইনি মদ বিক্রির ব্যবসা চালিয়ে আসছিলেন। বাইরে থেকে থেকে একেবারে সাধারণ দোকানের মত দেখালেও ভেতরে ছিল এই অন্যায়ের আঁতুরঘর
পটাশপুর, পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: চা, পান বা ভুসিমালের দোকান গ্রামীণ জীবনে অতি সাধারণ একটি দৃশ্য। কিন্তু সেই দোকানের আড়ালেই যদি চলে অবৈধ ব্যবসা, তবে তা এলাকার সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। বাড়ে যায় মাতালদের উপদ্রব। তেমনই এক ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তর্গত মথুরা গ্রাম পঞ্চায়েতের বাল্য গোবিন্দপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাল্য গোবিন্দপুরের বাসিন্দা বুদ্ধদেব মাইতি (৩৮) দীর্ঘদিন ধরে নিজের চা, পান ও ভূশিমালের দোকানের আড়ালে বেআইনি মদ বিক্রির ব্যবসা চালিয়ে আসছিলেন। বাইরে থেকে থেকে একেবারে সাধারণ দোকানের মত দেখালেও ভেতরে ছিল এই অন্যায়ের আঁতুরঘর। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার পটাশপুর থানার পুলিশের এক বিশেষ দল ওই এলাকায় হানা দেয়। অভিযানে হাতেনাতে ধরা পড়েন মূল অভিযুক্ত বুদ্ধদেব মাইতি। পুলিশ তাঁকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। বুধবার তাঁকে কাঁথি মহকুমা আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
advertisement
আরও পড়ুন: মুদিখানা দোকানের আড়ালে চোরাই মালের কারখানা! গ্রেফতার ব্যবসায়ী
এই ঘটনার পর এলাকাবাসীরা জানিয়েছেন, বুদ্ধদেবের এই অবৈধ ব্যবসা বহুদিন ধরেই চলছিল। বিশেষত দোকানটি এলাকার একটি স্কুলের একেবারে পাশে অবস্থিত হওয়ায় পরিস্থিতি দিন দিন আরও অসহনীয় হয়ে উঠেছিল।
advertisement
রোজ সন্ধে নামলেই এখানে মাতালদের উৎপাত বাড়ত। রাস্তা দিয়ে যাতায়াত করা দুষ্কর হয়ে উঠত সাধারণ মানুষের জন্য। নারী-শিশুরা আতঙ্কে থাকতেন। দীর্ঘদিন ধরে এই সমস্যার বিরুদ্ধে এলাকাবাসীরা প্রতিবাদ জানিয়ে আসছিলেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশের দাবি, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ মদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে। অবৈধ মদের রমরমা ব্যবসা শুধু আইন ভঙ্গই নয়, গ্রামীণ সমাজের সুস্থ পরিবেশ নষ্ট করে। বিশেষত স্কুল চত্বরে এই ধরনের কারবারকে একেবারেই বরদাস্ত করা হবে না বলে বার্তা দেওয়া হয়েছে।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 27, 2025 12:14 PM IST