North 24 Parganas News: বই পড়ার পাঠকেরা ভিড় করছেন জুতোর দোকানে, শুনেছেন এমন ছাড়ের কথা?
- Published by:Rachana Majumder
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ থেকে শরৎচন্দ্র- কী নেই তাঁর দোকান লাইব্রেরিতে! বহু ছেলেমেয়ে এখন অবসর সময় বই পড়তে জুতোর দোকানেই হাজির হচ্ছেন।
উত্তর ২৪ পরগনা: চলছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা, আর ঠিক সেই সময়ই ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া বনগাঁর এই জুতোর দোকানেই ভিড় পাঠকদের। বিষয়টি কিছুটা অবাক লাগলেও এমনটাই ঘটছে বাস্তবে। বিষয়টি জানলে রীতিমতো অবাক হবেন আপনিও।
বনগাঁ পশ্চিমপাড়া এলাকার শর্মা লেদার্স সকলের পরিচিত জুতোর দোকান হিসাবেই। বিভিন্ন মাপ অনুযায়ী জুতো তৈরি করে বিক্রি করা হয় এই দোকানে। তবে দোকান মালিক মধু শর্মা জানালেন তাঁর এক অভিনব অভিজ্ঞতার কথা। বিভিন্ন সময়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হোক বা বহু মানুষজন কর্মব্যস্ততার মাঝেই এই দোকানে এসে কিছুটা সময় বিশ্রাম নেন। জীবনের নানা চাপ সামলে কিছুটা সময় নিজের মতো করে এখানেই বসে বিশ্রাম নিয়ে থাকেন জুতো কেনাকাটির পাশাপাশি। সেই জায়গা থেকেই দোকান মালিকের এমন এক অভিনব চিন্তা মাথায় আসে। নিজেও তিনি কমবেশি বই পড়তে পছন্দ করেন। তাই অবসর সময়ে কিছুটা বই পড়ে কাটাক মানুষজন এহেন উৎসাহ দিতেই দোকানে চালু করেছেন এক বিশেষ অফার। এক ঘন্টা বই পড়লেই মিলছে কুড়ি শতাংশ ছাড়, দু’ঘণ্টায় ৪০ শতাংশ এমনকি যদি কেউ টানা ৫ ঘন্টা বসে বই পড়েন সে ক্ষেত্রে জুতো কেনার জন্য কোনরকম মূল্য চোদাতে হবে না বলেও দাবি দোকান মালিকের। এমন অভিনব ছাড়ের কথা প্রকাশ্যে আসতেই এখন দোকানে রীতিমতো ভিড় লেগে থাকছে সব সময়। জুতো কেনাকাটির পাশাপাশি অনেকেই এখন বিভিন্ন ধরনের সাহিত্যের বই পড়তে হাজির হচ্ছেন এই শর্মা লেদার্সে।
advertisement
নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ থেকে শরৎচন্দ্র- কী নেই তাঁর দোকান লাইব্রেরিতে! বহু ছেলেমেয়ে এখন অবসর সময় বই পড়তে জুতোর দোকানেই হাজির হচ্ছেন। অনেকে কেনাকাটি না করলেও আসছেন এই দোকানেই বইয়ের নেশায়, জানালেন সে কথাও। জুতোর দোকানে বই পড়ে এমন ছাড়ের কথা এখন সোশ্যাল মিডিয়াতেও রীতিমতো ভাইরাল। বিজনেস ট্র্যাটেজি হোক বা সাহিত্য অনুরাগ দোকান মালিকের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে সমাজের সকল স্তরের মানুষজন।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
February 04, 2025 7:47 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: বই পড়ার পাঠকেরা ভিড় করছেন জুতোর দোকানে, শুনেছেন এমন ছাড়ের কথা?