হোম /খবর /দক্ষিণবঙ্গ /
পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচন ২০১৮, Election Commission, exit poll result 2018 West Bengal, Howrah, Live West Bengal Panchayat Poll, Panchayat polls 2018, Panchayat Polls live, scrutiny, South Bengal Panchayat Election 2018, West Bengal Panchayat polls 2018

ভোটের রায়ে তৃণমূলের নৈতিক পরাজয় হয়েছে : অধীর চৌধুরী

  • Last Updated :
  • Share this:

    #বহরমপুর: পঞ্চায়েতের নির্বাচনের সবুজ ঝড় ৷ তৃণমূলের দাপটে এক্কেবারে কোণঠাসা হয়ে গিয়েছে অন্যান্য দলগুলো ৷ বিরোধী দল হিসেবে উঠে এসেছে বিজেপি ৷ অন্যদিকে, তৃতীয় ও চতুর্থ স্থানে তৃণমূল ও কংগ্রেস ৷ অন্যদিকে, ত্ণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থীরা নির্দলের টিকিটে ভোটযুদ্ধে নেমে পড়েছিল ৷ আর উল্লেখযোগ্য বিভিন্ন জেলার বেশ কয়েকটি আসন দখল করে নিয়েছে ‘নির্দলেরা’ ৷

    একই ছবি মুর্শিদাবাদেও ৷ একটা সময়ে মুর্শিদাবাদের মুকুটহীন সম্রাট ছিলেন অধীর চৌধুরী। সেই অধীরগড়েই আজ দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে কংগ্রেসকে। ঘাসফুলের দাপটে কার্যত নিশ্চিহ্ন অধীরের দল। ভোট যে শান্তিপূর্ণ হয়নি এই অভিযোগ আগেই তুলেছিলেন অধীরবাবু ৷ তোপ দেগেছিলেন, কমিশনর বিরুদ্ধেও ৷ এদিন পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশের তিনি বলেন, ‘‘পুলিশ আর সরকারের মিলিত ষড়যন্ত্রে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি ৷ ’’ এমনকী রাজ্যের বিভিন্ন জায়গায় তাঁর দলের কর্মীরা মনোনয়ন জমা দিতে পারছেন না বলেও অভিযোগ তুলেছিলেন তিনি ৷ কংগ্রেস যাতে অংশ নিতে না পারে, সেই ষড়যন্ত্র করেছিলেন তৃণমূলের বিরুদ্ধে ৷

    এদিন ভোটের রায় প্রকাশের পর তিনি আরও বলেন, ‘‘জনগণের রায়ে তৃণমূলের নৈতিক পরাজয় হয়েছে ৷’’

    First published:

    Tags: Election Commission, Exit poll result 2018 West Bengal, Howrah, Live West Bengal Panchayat Poll, Panchayat polls 2018, Panchayat Polls live, Scrutiny, South Bengal Panchayat Election 2018, West Bengal Panchayat polls 2018