Ration Items Smuggling: রেশনের চাল-গম পাচার! 'ড্যামেজ' মাল হকারকে দিলে ভাল ফেরত দিত, আজব সাফাই ডিলারের
Last Updated:
কর্তৃপক্ষের সাফাই, পুলিশের বাজেয়াপ্ত করা চাল ও গম নষ্ট হয়ে গিয়েছিল। তাই নাকি তাঁরা হকারকে এগুলো বিক্রি করে দিচ্ছিলেন। বিনিময়ে হকাররা ভাল মাল তাদের ফেরত দিতেন
ঘাটাল, পশ্চিম মেদিনীপুর, সুকান্ত চক্রবর্তী: রেশনের চাল ও আটার বস্তা পাচারের অভিযোগ। এই অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠল পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বীরসিংহ গ্রাম। এই গ্রামেরই সন্তান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই ঘটনার প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
রোশনের দ্রব্য সামগ্রী পাচারের অভিযোগে পঞ্চায়েতের সিঙডাঙা এলাকায় ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়ক অবরোধ করেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। এই বিক্ষোভে গ্রামের বহু বাসিন্দা শামিল হয়েছিলেন। বিক্ষোভকারীদের অভিযোগ, এলাকার সিংহডাঙা সমবায় সমিতি থেকে গ্রাহকরা সরকারি নিয়মমাফিক রেশন দ্রব্য সময়ে ঠিকমতো পান না। উল্টে রেশন সামগ্রী নজর এড়িয়ে বাইরে পাচার করে দেওয়া হয় বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুন: ডলফিনকে ঘিরে বাংলায় গড়ে উঠবে পর্যটন শিল্প! কোথায় জানলে আপনিও যেতে চাইবেন
রেশনের চাল, গম আটকে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। তাঁদের দাবি ওই সামগ্রীগুলি বাইরে পাচার করা হচ্ছিল। ঠিক সেই সময়ে তাঁরা সেগুলি আটকে দিয়েছেন। রাজ্য সড়ক আটকে বিক্ষোভের ঘটনায় যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের পক্ষ থেকে ছয় বস্তা চাল ও গম বাজেয়াপ্ত করা হয়।
advertisement
advertisement
আরও পড়ুন: এমার্জেন্সি ব্রেক চেপে কোনরকমে রেহাই! বড় ঘটনার হাত থেকে বাঁচালেন দুই ট্রেন চালক
এদিকে গ্রামবাসীদের বিক্ষোভের প্রসঙ্গে আজব সাফাই দিয়েছে ওই রেশন দোকান। সমবায় কর্তৃপক্ষের সাফাই, পুলিশের বাজেয়াপ্ত করা চাল ও গম নষ্ট হয়ে গিয়েছিল। তাই নাকি তাঁরা হকারকে এগুলো বিক্রি করে দিচ্ছিলেন। বিনিময়ে হকাররা ভাল মাল তাদের ফেরত দিতেন। যদিও এমন আজগুবি সাফাই মানতে রাজি হননি গ্রাহকরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 08, 2025 7:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Ration Items Smuggling: রেশনের চাল-গম পাচার! 'ড্যামেজ' মাল হকারকে দিলে ভাল ফেরত দিত, আজব সাফাই ডিলারের