রামকৃষ্ণদেবের চিকিৎসক ছিলেন এই গ্রামেই! মাত্র ২০ টাকায় চিকিৎসা মেলে আজও...! কোথায় বলুন তো?

Last Updated:

এই চড়া মূল্যের বাজারে মাত্র ২০ টাকায় চিকিৎসা পরিষেবা! এখানেই শেষ নয়, এই স্বল্প টাকার বিনিময়ে টানা একমাস মেলে ওষুধ। জ্বর সর্দি কাশি এবং কাটা-ছড়া বা পেটের সমস্যার মত প্রাথমিক চিকিৎসার জন্য বেশ কয়েকটি গ্রামের মানুষের ভরসা এই চিকিৎসা কেন্দ্র।

+
মাত্র

মাত্র কুড়ি টাকায় চিকিৎসা পরিষেবা

হাওড়া: এই চড়া মূল্যের বাজারে মাত্র ২০ টাকায় চিকিৎসা পরিষেবা! এখানেই শেষ নয়, এই স্বল্প টাকার বিনিময়ে টানা একমাস মেলে ওষুধ। জ্বর সর্দি কাশি এবং কাটা-ছড়া বা পেটের সমস্যার মত প্রাথমিক চিকিৎসার জন্য বেশ কয়েকটি গ্রামের মানুষের ভরসা এই চিকিৎসা কেন্দ্র।
যে যুগে চিকিৎসা পরিষেবা পেতে মানুষকে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করতে হয়। সেখানে হাওড়া জগৎবল্লভপুর এর পাইকপাড়া সহ পার্শ্ববর্তী গ্রামের অসংখ্য পরিবারে ভরসা ডঃ মহেন্দ্রলাল সরকার গ্রামীণ জনকল্যাণ কেন্দ্র যা গ্রামের মানুষের কাছে নন্দলাল হাসপাতাল নামে পরিচিত।
advertisement
advertisement
বিখ্যাত চিকিৎসক মহেন্দ্রলাল সরকার জন্মগ্রহণ করেন হাওড়ার জগৎবল্লভপুর মুন্সিরহাট পাইকপাড়া গ্রামে। জন্মের পর, মাত্র পাঁচ বছর বয়সে পিতৃ বিয়োগ হবার পর মামার বাড়িতে চলে যান। সেখানেই শিক্ষা দীক্ষা বড় হয়ে ওঠা। প্রথম জীবনে এলোপ্যাথিক চিকিৎসক হলেও পরবর্তী সময়ে তিনি হোমিওপ্যাথি চিকিৎসার প্রতি মনোনিবেশ করেন। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির পাশাপাশি দেশের চিকিৎসা ব্যবস্থায় উন্নতি ঘটে ডাঃ মহেন্দ্রলাল সরকার এর হাত ধরে। তিনি ইন্ডিয়ান এসোসিয়েশন ফর দ্যা কাল্টিভেশন অফ সায়েন্স এর প্রতিষ্ঠা করেন।
advertisement
দেশের দ্বিতীয় এমডি একজন বিখ্যাত চিকিৎসক ছিলেন। রামকৃষ্ণদেব পরমহংসদেবের চিকিৎসক মহেন্দ্রলাল সরকারের স্মৃতি রক্ষায় তাঁর পৈতৃক ভিটা তথা তাঁর জন্মভূমি জগৎবল্লভপুরের পাইকপাড়া গ্রামে গড়ে ওঠে স্বাস্থ্য কেন্দ্র। যৎসামান্য টাকা খরচ করে, এখানে গ্রামের দরিদ্র মানুষ স্বাস্থ্য পরিষদে থাকে। স্বল্প মূল্যে স্বাস্থ্যপরিসেবা প্রদানকারী কেন্দ্রের ব্যবস্থাপনায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কালটিভেশন অফ সায়েন্স।এখানে পরিষেবা নিতে আসা মানুষ ২০ টাকার বিনিময়ে একটি কার্ড করেন। যার মাধ্যমে একমাস বিভিন্ন প্রাথমিক রোগের চিকিৎসা করিয়ে ওষুধ পেয়ে থাকেন।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রামকৃষ্ণদেবের চিকিৎসক ছিলেন এই গ্রামেই! মাত্র ২০ টাকায় চিকিৎসা মেলে আজও...! কোথায় বলুন তো?
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement