West Bardhaman News: আসানসোলের দ্বিতীয় বর্ষের এই মেয়েটিকে চেনেন! অভিনয় করেছেন দেবের খাদান সিনেমায়
- Reported by:Nayan Ghosh
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
খাদান ছবিতে ছোট হলেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় তিনি অভিনয় করেছেন দেবের সঙ্গে।
আসানসোল, পশ্চিম বর্ধমান: সেই ছোট বয়স থেকেই তিনি অভিনেতা দেবের ভক্ত। কখনও দেব অভিনীত সিনেমা দেখতে তিনি ভুলে যান নি। কিন্তু পর্দা নয়, একবার সামনাসামনি স্বপ্নের অভিনেতাকে দেখতে চেয়েছিলেন তিনি। কিন্তু অপ্রত্যাশিতভাবে পেয়েছেন আরও বড় সুযোগ। দেখা করতে তো পেরেছেন, সঙ্গে প্রিয় অভিনেতার সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়েছেন আসানসোলের রাইমা পাল।
অভিনেতা দেবের সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি খাদান। যে সিনেমার একটি বড় অংশ শুটিং হয়েছে পশ্চিম বর্ধমান জেলার খনি অঞ্চলে। তখনই অভিনেতার সঙ্গে দেখা করার সুযোগ পান রাইমা। তবে তখনও জানতেন না, প্রিয় অভিনেতার সঙ্গে অভিনয়ের সুযোগ আসবে তার কাছে। আর এমন সুযোগ আসতেই তিনি তা লুফে নেন। খাদান ছবিতে ছোট হলেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় তিনি অভিনয় করেছেন দেবের সঙ্গে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাইমা পাল আসানসোলের বার্নপুর এলাকার বাসিন্দা। বর্তমানে দ্বিতীয় বর্ষের ছাত্রী। কখনও বড় পর্দায় অভিনয়ের অভিজ্ঞতা ছিল না তার। তবে দেবের সঙ্গে প্রথমবার সেই সুযোগ পেয়েছেন তিনি। অভিনেতাকে কাছে থেকে দেখতে যেমন পেয়েছেন, তার সঙ্গে দেদার ছবি তোলার সুযোগও পেয়েছেন। একইসঙ্গে তার হাতে রাখি পরিয়ে দিতে পেরেছেন। অভিনয় শেখার সুযোগ পেয়েছেন দেবের কাছে।
advertisement
অভিনয় করতে গিয়ে একাধিকবার ভুল হয়েছে তার। কিন্তু প্রত্যেকবার সেই ভুল সংশোধন করে দিয়েছেন সেটের সিনেম্যাটোগ্রাফার থেকে শুরু করে অভিনেতা সহ সকলেই। এই অভিজ্ঞতার কথা জানিয়েছেন রাইমা নিজে। অন্যদিকে খাদানের মত একটি ছবিতে অভিনয়ের সুযোগ পেয়ে রাইমা নিজে ভীষণ খুশি। পাশাপাশি খুশি তার পরিবারের সদস্য থেকে প্রতিবেশী সকলেই।
advertisement
নয়ন ঘোষ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 23, 2024 2:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bardhaman News: আসানসোলের দ্বিতীয় বর্ষের এই মেয়েটিকে চেনেন! অভিনয় করেছেন দেবের খাদান সিনেমায়








