Train: পুজোর প্রাক্কালে বিপর্যস্ত ট্রেন পরিষেবা! উচ্চ আদালতের নির্দেশ অমান্য করেই কুড়মি সমাজের রেল অবরোধ
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
ধানবাদ ডিভিশনের খড়্গপুর ও পরেশনাথ রেলস্টেশনে সকাল থেকে শুরু হয়েছে কুড়মি সমাজের আন্দোলন। যার ফলে খড়্গপুর ডিভিশনে রেল পরিষেবা অনেকটাই বিঘ্নিত হল।
পুরুলিয়া, শান্তনু দাস: পুজোর প্রাক্কালে উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে আজ ২০ সেপ্টেম্বর শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘রেল টেকা’ ও ‘ডহর ছেঁকা’র ডাক দিয়েছে আদিবাসী কুড়মি সমাজ। জাতিসত্ত্বার দাবিকে সামনে রেখে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ছাড়াও প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড ও ওড়িশার বিভিন্ন রেল স্টেশনে এই অবরোধ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কুড়মি নেতা অজিত প্রসাদ মাহাতো।
যদিও সকাল ৯টা পর্যন্ত বেশিরভাগ জায়গায় এর তেমন কোনও প্রভাব দেখা যায়নি, তবে ধানবাদ ডিভিশনের খড়গপুর ও পরেশনাথ স্টেশনে কুড়মি সমাজের পক্ষ থেকে অবরোধ শুরু হয়েছে। এর জেরে খড়্গপুর ডিভিশনে রেল পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
advertisement
advertisement
খড়্গপুর ডিভিশনের জনসংযোগ আধিকারিক (PRO) নিশান্ত কুমার জানিয়েছেন, কুড়মি সমাজের আন্দোলনের ফলে একাধিক ট্রেন বাতিল, যাত্রাপথ সংক্ষিপ্ত এবং ঘুরপথে চালানো হয়েছে।
বাতিল করা ট্রেনগুলির তালিকা: ১৩৫০৪ হাঁটিয়া–বর্ধমান প্যাসেঞ্জার, ৫৩৩৫৭ বর্ধমান–গোমো প্যাসেঞ্জার, ৫৩৩৫৭ গোমো–বর্ধমান প্যাসেঞ্জার, ১৩৩৩১ ধানবাদ–পাটনা প্যাসেঞ্জার, ৫৩৩৩৯ খড়গপুর–ধানবাদ প্যাসেঞ্জার, ৬৩৫৪২ গোমো–আসানসোল প্যাসেঞ্জার, ৫৩৩২৩ সিন্দ্রি–ধানবাদ প্যাসেঞ্জার, ৫৮০৩৩ বোকরো স্টিল সিটি–রাঁচি প্যাসেঞ্জার
advertisement
সংক্ষিপ্ত করা হয়েছে যেসব ট্রেনের যাত্রাপথ: আসানসোল–হাঁটিয়া, আসানসোল–বারাণসী, পাটনা–বরকাখানা, ধানবাদ–শামাপুর, দুমকা–রাঁচি এক্সপ্রেস, বর্ধমান–হাঁটিয়া এক্সপ্রেস, পাটনা–রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস।
ঘুরপথে চালানো হচ্ছে যেসব ট্রেন: এখনও পর্যন্ত নির্দিষ্ট তালিকা প্রকাশ না হলেও একাধিক দূরপাল্লার ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে বলে রেল সূত্রে জানা গিয়েছে। এই আন্দোলনের ফলে রেলযাত্রীদের যথেষ্ট ভোগান্তি পোহাতে হচ্ছে। রেল কর্তৃপক্ষ যাত্রীদের কাছে আগাম তথ্য যাচাই করে যাত্রার পরিকল্পনা করার আহ্বান জানিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 20, 2025 6:08 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Train: পুজোর প্রাক্কালে বিপর্যস্ত ট্রেন পরিষেবা! উচ্চ আদালতের নির্দেশ অমান্য করেই কুড়মি সমাজের রেল অবরোধ