Rail Over Bridge: শেষ হতে চলেছে লেভেল ক্রসিংয়ে আটকে থাকার দিন! এবার সাঁকরাইল পাচ্ছে রেল ওভার ব্রিজ

Last Updated:

হাওড়া-খড়গপুর শাখায় সাঁকরাইল রেল লাইনে ওভার ব্রিজ নির্মাণের কাজ চলছে জোরকদমে!

+
সাঁকরাইল

সাঁকরাইল রেলগেট

হাওড়া: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সাঁকরাইল চাঁপাতলার মানুষের সুদিন ফিরতে চলেছে! রেল ক্রসিংয়ের উপর নির্মাণ হচ্ছে ব্রিজ, দীর্ঘ সময় রেল গেটে অপেক্ষার দিন শেষ হতে চলেছে। সাঁকরাইল রেলওয়ে স্টেশন হল হাওড়া-খড়গপুর লাইনের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। এই স্টেশনটি কলকাতা শহরতলি রেলওয়ে ব্যবস্থার অন্তর্গত একটি স্টেশন। জোর কদমে চলছে সাঁকরাইল স্টেশনের কাছে ওভার ব্রিজ তৈরির কাজ।
যার ফলে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে হাওড়া-খড়গপুর শাখায় সাঁকরাইল ক্রসিংয়ে যানজট দীর্ঘ সময় আটকে পড়ার মত সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে মানুষ। এর ফলে খুব সহজেই সাঁকরাইল বানীপুর ঝোরহাট এবং মানিকপুর, সারেঙ্গা গ্রাম পঞ্চায়েতের মানুষ লক্ষাধিক মানুষ ১৬ নং জাতীয় সড়কে পৌঁছতে পারবে আরও কম সময়ে। একই সঙ্গে ধূলাগড় সহ বিভিন্ন অঞ্চলের মানুষ আরও সহজে এই ব্রিজ ব্যবহার করে হাজী এস টি হাসপাতালেও পৌঁছতে পারবেন। পার্লামেন্টে বিগত ৭ বছর ধরে চেষ্টার পর সাঁকরাইল রেল লাইনে ওভার ব্রিজ নির্মাণের কাজ অবশেষে চলছে, খুব শীঘ্রই তা শেষ হবে বলেও জানান হাওড়ার চারবারের বিজয়ী সাংসদ প্রসূন ব্যানার্জী।
advertisement
advertisement
এই ব্রিজের ফলে খুব সহজেই NH6 এর দিক থেকে সাঁকরাইল স্টেশনের অপর দিকে চাঁপাতলা, মানিকপুরের সঙ্গে যোগাযোগ স্থাপিত হবে বলে জানান সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পাল। বড় বড় ট্রাকগুলো যাতায়াতের ফলে যানজটের সৃষ্টি হয়, ছোট গাড়ি চলাচলে অসুবিধা হয়। ওভার ব্রিজ নির্মাণে মানুষের যাতায়াতে অনেকটা সুবিধা হবে বলে জানালেন স্থানীয় দোকানদার। দীর্ঘক্ষণ ক্রসিং-এ দাঁড়িয়ে থাকতে হয়, যানজটের সৃষ্টি হয়। মানুষের দুর্ভোগের শেষ থাকে না বলে জানান স্থানীয় দোকানদার।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ওভার ব্রিজ নির্মিত হলে এতদিন রেল ক্রসিং ঘুরে যেতে হত, সেটা করতে হবে না, যাতায়াতের সময় কম লাগবে বলে জানায় এলাকাবাসী চন্ডি মাঝি। কয়েকমাস আগে শুরু হওয়া সাঁকরাইল রেল লাইনে ওভারব্রিজ নির্মিত হলে স্টেশন সংলগ্ন বাজার, মাছের আড়ৎ, দোকান এবং অটো স্ট্যান্ড, ট্রেকার স্ট্যান্ড এড়িয়ে লেভেল ক্রসিংয়ের ঝামেলা ছাড়াই বড় বড় গাড়ি স্টেশন পারাপার করতে সক্ষম হবে।
advertisement
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Rail Over Bridge: শেষ হতে চলেছে লেভেল ক্রসিংয়ে আটকে থাকার দিন! এবার সাঁকরাইল পাচ্ছে রেল ওভার ব্রিজ
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement