৫০ ঘণ্টা ধরে রেল অবরোধ, পুরুলিয়ায় মারাত্মক অবস্থা! বাতিল প্রায় ৫০ ট্রেন

Last Updated:

Rail Avrodh: চরমে যাত্রী ভোগান্তি৷ আজও বাতিল করা হয়েছে একাধিক এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেন৷

রেল অবরোধে বিপর্যস্ত পুরুলিয়া
রেল অবরোধে বিপর্যস্ত পুরুলিয়া
#পুরুলিয়া: টানা ৫০ ঘণ্টা ধরে রেল অবরোধ। পুরুলিয়ার কুস্তাউর স্টেশনে। মধ্য রাত অব্দি আদিবাসী কুড়মি সমাজের সঙ্গে রেল ও জেলা প্রশাসনের বৈঠক হলেও সমাধান সূত্র বেরোয়নি। আদিবাসী কুড়মি সমাজের ডাকা রেল অবরোধ এখনও চলছে। জেলা প্রশাসন ও রেল দফতরের সঙ্গে এদিন বেলা দশটা নাগাদ আবার নতুন করে বৈঠক হওয়ার কথা।
আজকে সকালেও আন্দোলনকারীরা রেললাইনের শুয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। একদিকে রেল, অন্য দিকে জাতীয় সড়ক ৬ বোম্বে রোড অবরোধ করে চলছে বিক্ষোভ। CRI( Central Research Institute) সংশোধনী চিঠি কেন্দ্র সরকারকে পাঠাতে হবে। তার প্রতিলিপি হাতে পেলেই অবরোধ তুলবে বলে আন্দোলনকারীদের দাবি।
advertisement
advertisement
এর জেরে চরমে যাত্রী ভোগান্তি৷ আজও বাতিল করা হয়েছে একাধিক এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেন৷ অনেক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করতেও হয়েছে৷
দক্ষিণ পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বুধবার দূরপাল্লার যে ট্রেনগুলি বাতিল করা হয়েছিল, তার মধ্যে রয়েছে ধানবাদ-টাটানগর-ধানবাদ এক্সপ্রেস৷ ঝাড়গ্রাম- ধানবাদ মেমু এক্সপ্রেস, হাওড়া- বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া-তিতলাগড় এক্সপ্রেসের মতো ট্রেনগুলি৷ এছাড়াও ঝাড়গ্রাম-পুরুলিয়া মেমু স্পেশাল, চক্রধরপুর-গোমো-চক্রধরপুর মেমু এক্সপ্রেস, টাটানগর-দানাপুর-টাটানগর এক্সপ্রেস, টাটানগর-আসানসোল মেমু প্যাসেঞ্জার স্পেশ্যালের মতো ট্রেনও বাতিল থাকবে৷ রেল তরফে জানানো হয়েছে, অবরোধের জেরে মোট ২৫টি ট্রেন বাতিল করা হয়েছে৷
advertisement
এ ছাড়াও বিক্ষোভের জেরে বেশ কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন করতে হয়েছে৷ তার মধ্যে রয়েছে পুরী- নিউ দিল্লি এক্সপ্রেস, মুম্বাই- হাওড়া মেল, পুণে- সাঁতরাগাছি হামসফর এক্সপ্রেসের মতো ট্রেন৷ শুধু পুরুলিয়ার কুস্তাউর স্টেশন নয়, ওড়িশা এবং ঝাড়খণ্ডের বিভিন্ন স্টেশনেও চলছে এই অবরোধ৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
৫০ ঘণ্টা ধরে রেল অবরোধ, পুরুলিয়ায় মারাত্মক অবস্থা! বাতিল প্রায় ৫০ ট্রেন
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement