খুলে যাচ্ছে নতুন টালা সেতু, আলোচনায় সেই বাস রুট! মালিকরা তুললেন পুরনো দাবি
- Published by:Suman Biswas
Last Updated:
Tala Bridge: টালা সেতু চালু হয়ে গেলে সেই সব বাস রুট ফের ফিরে আসুক চাইছেন বাস মালিকরা।
#কলকাতা: টালা সেতু ভেঙে যাওয়ার কারণে হারিয়ে যাওয়া বাসের রুট ফিরে আসুক, চাইছেন বেসরকারি বাস মালিকরা। ২০১৯ সালের দুর্গাপুজোর আগে থেকে টালা ব্রিজে বন্ধ হয়েছে বাস চলাচল। অধিকাংশ বাসের রুট অনেকটা ঘুরিয়ে দেওয়ায় এমনিতেই প্যাসেঞ্জার কম হচ্ছে বলে ক্ষোভ জানিয়েছিলেন বাস মালিকরা। পাশাপাশি তাঁরা বলেছিলেন, জ্বালানির দাম বাড়ছে এদিকে ভাড়া বাড়ছে না। কিন্তু গন্তব্যে যেতে হচ্ছে প্রচুর ঘুরতি পথে। ফলে বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছে।
টালা সেতু চালু হয়ে গেলে সেই সব বাস রুট ফের ফিরে আসুক চাইছেন বাস মালিকরা। টালা সেতু ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়ার পর পরই বেশ কয়েকটি রুটে বাস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল বাস মালিক এবং শ্রমিক সংগঠন। আগে থেকেই অনির্দিষ্টকালে জন্য বন্ধ হয়ে গিয়েছে ২৩০ নম্বর রুটের বাস। সেই তালিকায় এবার নাম লিখিয়েছে আরও কয়েকটি রুটের বাস। ৯ ডিসেম্বর থেকে আর চলছিল না একাধিক রুটের বাস। পরে অবশ্য ঘুরপথে বাস চলেছে। তবে কোভিড সেই সংখ্যাও কমিয়ে দিয়েছে৷
advertisement
advertisement
কোন কোন বাস রয়েছে এই তালিকায় এক নজরে দেখে নিন-78, 78/1, 214, 214/A, 230, 234, 234/1, 201, 34B, 34C, 30A, 202, k-4, S-158, S159, S-180, S-181, S-185 এইসব রুটে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল ক্ষুব্ধ বাস মালিক এবং শ্রমিক সংগঠন। একসঙ্গে এত বাস বসে যাওয়ায় কাজের দিনেই শহরের বুকে চরম বিশৃঙ্খল অবস্থার মধ্যে পড়তে হয়েছিল নিত্যযাত্রীদের। তীব্র যানজটের পাশপাশি ভিড়ও বেড়েছিল। দুর্ভোগে নাকাল হয়েছিল নিত্যযাত্রীরা।
advertisement
মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর থেকেই রাজ্য জুড়ে বিভিন্ন ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষানিরীক্ষাতেই উঠে এসেছিল টালা ব্রিজের বেহাল দশার কথা। পরিস্থিতি এতই সঙ্গিন ছিল যে পুরনো ব্রিজ ভেঙে ফেলে নতুন করে নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন বিশেষজ্ঞরা। সেই রিপোর্ট পেশ হওয়ার আগে থেকেই টালা ব্রিজে বন্ধ হয়েছিল বাস চলাচল। ঘুরিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন বাসের রুট। অতিরিক্ত সময় লাগার কারণে ক্রমশ কমেছে যাত্রী সংখ্যা। এই কয়েক মাসে বিপুল পরিমাণ ক্ষতিও হয়েছে বাস মালিকদের। এত বিপুল পরিমাণ ক্ষতির সঙ্গে পাল্লা দিয়ে আর বাস চালানো সম্ভব নয়। তাই এবার বাস পুরনো রুটেই ব্রিজ দিয়ে চালানোর সিদ্ধান্তই নিয়েছে বাস মালিকদের সংগঠনগুলি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 22, 2022 8:27 AM IST