Scented Candle : সব ছেড়ে 'এই' জিনিস কিনতে ছুটছেন মানুষ, দীপাবলিতে বাজার কাঁপাচ্ছে সুগন্ধী মোমবাতি! দাম জানলে আপনিও ছুটবেন
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Shantonu Das
Last Updated:
Scented Candle : পুরুলিয়ায় দীপাবলির আগমনে শহরের বাজারে দেখা যাচ্ছে নজরকাড়া পরিবেশ বান্ধব মোমবাতির বাহার। পাওয়া যাচ্ছে সুগন্ধী মোমবাতি সহ নতুন ১০ রকমের মোমবাতি।
পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহর এখন মোমবাতির রঙে রঙিন। দীপাবলির আগমনে শহরের বাজারে দেখা যাচ্ছে নজরকাড়া পরিবেশ বান্ধব মোমবাতির বাহার। তুলসী মঞ্চ মোমবাতি, গঙ্গামাটির মোমবাতি, প্রোটিন মোমবাতি, জেল মোমবাতি, অরেঞ্জ ও স্ট্রবেরি সুগন্ধযুক্ত মোমবাতি, এই রকম প্রায় ১০ প্রকারের অভিনব মোমবাতি এখন রঘুনাথপুরের বাজারে পাওয়া যাচ্ছে। শুধু মোমবাতিই নয়, এবার নজর কেড়েছে বিশেষ ধরনের প্রদীপও, যেগুলো তেল নয়, শুধুমাত্র জল দিলেই জ্বলে ওঠবে।
এই অনন্য প্রদীপ ও মোমবাতিগুলি এখন শহরবাসীর নতুন পছন্দের তালিকায়। দীপাবলির আগে এই বিশেষ পরিবেশবান্ধব মোমবাতিগুলি কিনতে রঘুনাথপুর শহরের নতুন বাজারের দোকানে ক্রেতাদের ভিড় উপচে পড়ছে। দীপাবলীতে সবাই চাইছেন নিজেদের ঘর আলোয় আর সুবাসে ভরিয়ে তুলতে এই বিশেষ মোমবাতিগুলির ছোঁয়ায়।
আরও পড়ুন : মহাকালীর মহারূপ! ৪০ ফুট উচ্চতাও এবার অতীত, ভক্তদের সামনে এবার হাজির ৫১ ফুটের কালী, এখন থেকেই ভিড়
advertisement
advertisement
ব্যবসায়ী দেবরঞ্জন হালদার বলেন, আমার দোকানে যত ধরনের মোমবাতি রয়েছে, সবগুলিই পরিবেশবান্ধব মোমবাতি। যার মধ্যে সাধারণ মোমবাতির পাশাপাশি প্রায় ১০ রকমের নতুনত্ব মোমবাতি নিয়ে এসেছি দোকানে। যেগুলির দাম খুবই সাধ্যের মধ্যে। রঘুনাথপুর শহরে এবারই প্রথম এত ধরনের পরিবেশবান্ধব মোমবাতির আগমন হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাজারে আসার পর থেকেই এর বিপুল চাহিদা দেখা দিয়েছে। সাধারণ মোমবাতির বদলে এখন শহরবাসীর পছন্দের তালিকার শীর্ষে এই পরিবেশবান্ধব মোমবাতিগুলিই। পাশাপাশি তেল সাশ্রয়ী জল মোমবাতির চাহিদাও তুঙ্গে। সব মিলিয়ে এবারের দীপাবলিতে রঘুনাথপুর শহর আলোকিত হতে চলেছে শুধু আলোয় নয়, পরিবেশবান্ধবতার আলোয়ও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
October 18, 2025 7:14 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Scented Candle : সব ছেড়ে 'এই' জিনিস কিনতে ছুটছেন মানুষ, দীপাবলিতে বাজার কাঁপাচ্ছে সুগন্ধী মোমবাতি! দাম জানলে আপনিও ছুটবেন